Advertisement
E-Paper

ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি, টানা চার দিন রাজধানীর বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’! আরও অবনতি হওয়ার আশঙ্কা

বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে সিপিসিপি সূত্রে খবর। সিপিসিবি-র সমীর অ্যাপের তথ্য বলছে, মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বাতাসের গুণগত মান ‘ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১২:৩৭
ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। ছবি: পিটিআই।

ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। ছবি: পিটিআই।

টানা চার দিন ধরে দিল্লির দূষণ পরিস্থিতি একই জায়গায় দাঁড়িয়ে। উন্নতি হওয়ার তো কোনও লক্ষণই নেই, বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর বাতাসের গুণগত মান (একিউআই) ৩১১। সোমবার একিউআই ছিল ৩০৯।

আবহবিদেরা বলছেন, বাতাসের গতি কমবে। পশ্চিমি ঝঞ্ঝার জন্য বাতাস আরও শান্ত হবে বুধবার থেকে। ফলে দূষণের ছবিটা আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, বুরাড়ীতে একিউআই ৪০০। যা ‘ভয়ানক’ পর্যায়ের মধ্যে পড়ে। ওয়াজিরপুরে ৩৯০। এ ছাড়াও রাজধানীর ২৩টি দূষণ নজরদারি কেন্দ্রের একিউআই ‘খুব খারাপ’।

বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে সিপিসিপি সূত্রে খবর। সিপিসিবি-র সমীর অ্যাপের তথ্য বলছে, মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বাতাসের গুণগত মান ‘ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে। তার মধ্যে রয়েছে আলিপুর (৪২১), আনন্দ বিহার (৪১২), বাওয়ানা (৪০২)।

আবহবিদ নভদীপ দাহিয়া জানিয়েছেন, পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাতাসের গুণগত মানের উপর প্রভাব পড়ছে। ফলে ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী ধোঁয়াশার আস্তরণে ঢাকা থাকবে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে পঞ্জাব এবং হরিয়ানার কিছু জায়গায় মঙ্গলবার রাত এবং বুধবার বৃষ্টি হতে পারে। তবে দিল্লি, উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

AQI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy