মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়েছিল সোমবার ভোররাত থেকেই। বেলার দিকে তা কিছুটা স্তিমিত হলেও সোমবার রাতে ফের তা মারাত্মক আকার নিতে পারে বলে জানাল হাওয়া অফিস। টানা বৃষ্টির জেরে সোমবার কার্যত ঘরবন্দি হয়েছে দিল্লি এবং পাশ্বর্বর্তী গুরুগ্রাম এলাকা। সেখানে ফের বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে বলে সফদরজং অবজারভেটরির রিপোর্টে জানানো হয়েছে।