দিল্লির ২টি পুরসভার ৫টি ওয়ার্ডের উপনির্বাচনে ধরাশায়ী হল বিজেপি। অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (আপ) জিতল ৪টি আসনে। অবশিষ্ট আসনটি দখল করেছে কংগ্রেস। নয়া কৃষি আইনের প্রতিবাদে উত্তর ভারত জুড়ে কৃষক আন্দোলনের অভিঘাতেই দেশের রাজধানীতে বিজেপি-র এই বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
রবিবার উত্তর-দিল্লি পুরসভার রোহিণী-সি, শালিমার বাগ এবং পূর্ব-দিল্লি পুরসভার ত্রিলোকপুরী, কল্যাণপুরী ও চৌহান বাঙ্গর আসনে উপনির্বাচন হয়েছিল। এর মধ্যে শালিমার বাগ ছিল বিজেপি-র দখলে। সেখানকার বিজেপি কাউন্সিলরের মৃত্যুতে উপনির্বাচন হয়। অন্য ৪টি ওয়ার্ড আপ-এর দখলে ছিল। কংগ্রেসের ঝুলিতে ছিল শূন্য।
বুধবারের গণনার ফল জানাচ্ছে, রোহিণী-সি, শালিমার বাগ, ত্রিলোকপুরী এবং কল্যাণপুরীতে জয়ী হয়েছেন আপ প্রার্থীরা। আপ-এর থেকে চৌহান বাঙ্গর ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। শতাংশের হিসেবেও কংগ্রেসের ভোট বেড়েছে। শালিমার বাগে বিজেপি প্রার্থীকে প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন আপ প্রার্থী। আগামী বছর উত্তর-দিল্লি, পূর্ব-দিল্লি এবং দক্ষিণ-দিল্লি পুরসভার ভোট। তার আগে উপনির্বাচনের এই ফল বিজেপি-কে কিছুটা চাপে রাখল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।