সারদা কাণ্ডে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তকারী দল। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে চলে এই দীর্ঘ জিজ্ঞাসাবাদ-পর্ব।
মঙ্গলবার বেলা ১১টায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণালকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল ইডি। নির্দিষ্ট সময়েই তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। এর পর বিকেল পর্যন্ত ছ’তলায় ইডি দফতরে চলে জিজ্ঞাসাবাদ। সারদা কাণ্ডে দীর্ঘ দিন পরে কুণালকে তলব করা হয়েছিল। ইডি-র একটি সূত্র জানাচ্ছে, সারদা কাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে।
মঙ্গলবার সন্ধ্যায় কুণাল বলেন, ‘‘আমি প্রথম দিন থেকেই তদন্তে পূর্ণ সহযোগিতা করে এসেছি। যখনই ডাকা হয়েছে গিয়েছি। ভবিষ্যতেও একই ভাবে সহযোগিতা করে যাব।’’ সারদা তদন্তে তিনি ইডি-কে অনেক তথ্য এবং নথিপত্র জমা দিয়েছেন বলেও জানান। তিনি বলেন, ‘‘২০১৩ সালে সারদা মামলায় ইডি আমাকে প্রথম ডেকেছিল। ২০১৫ সালে আদালতে পেশ করা চার্জশিটে আমার নাম ছিল না। এখন দেখলাম আবার ডাকা হল।’’