দিল্লির বুকে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ। রাতভর গুলির লড়াইয়ের পর ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত সন্দেহে ধৌলা কুঁয়া থেকে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতের নাম আবু ইউসুফ খান।
ডেপুটি পুলিশ সুপার প্রমোদ সিংহ কুশওয়া জানান, শুক্রবার গভীর রাতে ধৌলা কুঁয়া এবং করোল বাগের মাঝে রিজ রোডে পুলিশের সঙ্গে আবু ইউসুফ খানের গুলির লড়াই চলে। তার পরই তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আবুর কাছে থেকে একটি পিস্তল এবং ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কম্যান্ডোরা ঘটনাস্থলে পৌঁছে আইইডি নিষ্ক্রিয় করেন। পুলিশের দাবি, জেরায় আবু জানিয়েছে সে ‘লোন উল্ফ’ সদস্য। রাজধানীতে হামলার ছক ছিল তার। আবু আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা।