যন্তর মন্তরে মুসলিম বিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় আটক বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী দিল্লি বিজেপি-র প্রাক্তন মুখপাত্র। রাজধানীর বুকে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক স্লোগানের ঘটনায়, তাঁর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
অশ্বিনী ছাড়াও দীপক সিংহ হিন্দু, বিনীত ক্রান্তি, প্রীত সিংহ, সুদর্শন বাহিনীর প্রধান বিনোদ শর্মা এবং এবং পিঙ্কি ভাইয়া নামের আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা।