Advertisement
৩০ এপ্রিল ২০২৪

হাজেলার দুর্নীতি নিয়ে তদন্তের দাবি

হাজেলার অধীনের এনআরসি দফতরে আর্থিক কেলেঙ্কারি হয়েছে। দাবি অসম পাবলিক ওয়ার্কস-এর।

প্রতীক হাজেলা। —ফাইল চিত্র।

প্রতীক হাজেলা। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ০১:৩৫
Share: Save:

প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার দুর্নীতি নিয়ে তদন্ত দাবি করল এনআরসি মামলার মূল আবেদনকারী সংগঠন অসম পাবলিক ওয়ার্কস। সংগঠনটির সভাপতি অভিজিৎ শর্মা আজ বর্তমান এনআরসি কো-অর্ডিনেটর হিতেশ দেবশর্মার সঙ্গে দেখা করে এই দাবি জানান। তাঁদের আরও দাবি, হাজেলার অধীনের এনআরসি দফতরে আর্থিক কেলেঙ্কারি হয়েছে। ব্যবহার করা হয়েছে ত্রুটিপূর্ণ সফটওয়্যার। নিরপেক্ষ তদন্ত করাতে হবে এ সব নিয়েও। শীঘ্রই তাঁরা স্বরাষ্ট্র দফতর ও সিবিআইয়ের দিল্লির দফতরে হাজেলার দুর্নীতির বিশদ বিবরণ ও প্রমাণের ফাইল জমা দেবেন।

অভিজিৎ বলেন, “সিএএ নিয়ে আন্দোলনের পাশাপাশি ভুলে গেলে চলবে না, প্রতীক হাজেলা চক্রান্ত করে ৮০ লক্ষ বাংলাদেশির নাম এনআরসিতে ঢুকিয়ে দিয়েছেন। তারা এখন নাগরিকত্ব পেতে চলেছে। ফলে ইতিমধ্যেই অসমের ভাষা ও সংস্কৃতি সঙ্কটাপন্ন। তাই অবিলম্বে সম্পূর্ণ তথ্য ফের যাচাই করা ও হাজেলার দুর্নীতি নিয়ে তদন্ত করা দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam NRC Prateek Hajela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE