Advertisement
০১ মে ২০২৪
National

নতুন হাজার টাকার নোট এখনই বাজারে আসছে না: জেটলি

নতুন এক হাজার টাকার নোট এখনই বাজারে আসছে না। দেশের সর্বত্র ব্যাঙ্কের এটিএমগুলিকে বৃহস্পতিবার ঢেলে সাজা হবে। দেশজুড়ে ছড়িয়ে থাকা অন্তত সাড়ে ২২ হাজার এটিএম থেকে যাতে গ্রাহকরা এ বার নতুন নোট পেতে পারেন, তার জন্য ব্যাঙ্কগুলির এটিএমে যে সংস্কার (রি-ক্যালিব্রেশন) প্রয়োজন, তা বৃহস্পতিবারের মধ্যেই করে ফেলা হবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, রাজ্যসভায়।

ফাইল ছবি।

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ১৫:৫৯
Share: Save:

নতুন এক হাজার টাকার নোট এখনই বাজারে আসছে না। আর দেশের সর্বত্র ব্যাঙ্কের এটিএমগুলিকে বৃহস্পতিবার ঢেলে সাজা হবে। দেশজুড়ে ছড়িয়ে থাকা অন্তত সাড়ে ২২ হাজার এটিএম থেকে যাতে গ্রাহকরা এ বার নতুন নোট পেতে পারেন, তার জন্য ব্যাঙ্কগুলির এটিএমে যে সংস্কার (রি-ক্যালিব্রেশন) প্রয়োজন, তা বৃহস্পতিবারের মধ্যেই করে ফেলা হবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, রাজ্যসভায়। প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর এটিএমগুলি যখন ফের চালু হয়, তখন বেশ কয়েকটি আনুষঙ্গিক সমস্যার অন্যতম হয়ে ওঠে এটিএম থেকে নতুন নোট পাওয়ার বিষয়টি।

এ দিকে বাজারে নতুন ১০০, ৫০০, ১০০০ টাকার নোট শিগগিরই এসে যাওয়ার কথা। অথচ, এটিএম থেকে এখন যে ১০০ টাকার নোটগুলি পাওয়া যাচ্ছে, তার সবক’টিই পুরনো। সে ক্ষেত্রে নতুন নোট বাজারে এলে সেগুলি কী ভাবে এটিএম থেকে পাওয়া যাবে, তা নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে যথেষ্টই।

বৃহস্পতিবার রাজ্যসভায় বিরোধীরা দফায় দফায় অধিবেশন পণ্ড করে দেওয়ার সময় বার বারই দাবি জানাতে থাকেন, প্রধানমন্ত্রী মোদীর ঘোষণার প্রেক্ষিতে আমজনতার যে অসুবিধাগুলি হয়েছে, তা দূর করতে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে বা নিতে চলেছে, তা সবিস্তারে জানানো হোক সংসদে। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণা।

আরও পড়ুন- নোট সঙ্কট নিয়ে উত্তাল সংসদ, তুমুল বিক্ষোভে তৃণমূল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE