মহারাষ্ট্রের নতুন সরকারে শেষ পর্যন্ত অংশ নিচ্ছেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন মহারাষ্ট্রের দু’বারের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে এ খবর জানিয়েছেন জে পি নড্ডা।
মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিয়েছেন একনাথ শিন্ডেকে। নতুন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভাতেও না থাকার ব্যাপারে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীস। এই নাটকীয় পরিস্থিতি এ বার আরও এক নয়া মোড় নিল। দেবেন্দ্রকে উপমুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি, এমন মন্তব্যই করেছেন জে পি নড্ডা। এর পরই টুইট করে ফডণবীসের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর জানান নড্ডা। সূত্রের খবর, অমিত শাহ, নড্ডার অনুরোধেই শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়েছেন ফডণবীস।
বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছেন, ‘‘বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, সরকারে থাকা উচিত দেবেন্দ্র ফডণবীসকে। ওঁকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করুন ফডণবীস’’।