Advertisement
২৫ এপ্রিল ২০২৪
GST

Cryptocurrency: ডিজিটাল মুদ্রা লেনদেনে কর ফাঁকির অভিযোগ, দেশ জুড়ে তল্লাশি অভিযানে ডিজিজিআই

সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, কর ফাঁকির অভিযোগে ডিজিটাল মুদ্রা কেনাবেচায় সহায়তাকারী অন্তত ছ’টি সংস্থার দফতরে হানা দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১৭:০০
Share: Save:

ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা সংক্রান্ত পরিষেবা সংস্থা ওয়াজিরএক্স-এর বিরুদ্ধে বিপুল পরিমাণে জিএসটি (পণ্য ও পরিষেবা কর) ফাঁকি দেওয়ার অভিযোগের জেরে শুরু হল তৎপরতা। ‘ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইনটেলিজেন্স’ (ডিজিজিআই) শনিবার দেশের বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি লেনদেন সংক্রান্ত পরিষেবা সংস্থার দফতরে হানা দিয়েছে।

সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, ক্রিপ্টোওয়ালেট এবং ক্রিপ্টোএক্সচেঞ্জের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল মুদ্রা কেনাবেচায় সহায়তাকারী সংস্থা অন্তত ছ’টি সংস্থার দফতরে হানা দেওয়া হয়েছে। ডিজিটাল লেনদেনে বেশ কিছু কর ফাঁকির ঘটনা চিহ্নিতও করেছে ডিজিজিআই। গত কয়েক দিনে দেশে সব মিলিয়ে ৭০ কোটি টাকার ডিজিটাল পরিষেবা সংক্রান্ত কর ফাঁকির ঘটনা ধরা পড়েছে।

ডিজিজিআই-এর তরফে মেসার্স বিটসিফার ল্যাবস-এর কয়েনসুইচ কুবের, মেসার্স নেব্লিও টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের কয়েনডিসিএক্স, এম/এসআই ব্লক টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের বাইইউকয়েন এবং মেসার্স ইউনোকয়েন টেকনোলজিস লিমিটেডের ইউনোকয়েন-এর ইকমার্স লেনদেনের উপর নজর রাখা হয়েছে বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE