প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সপ্তাহজুড়ে ‘ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ’ উদযাপনের সঙ্গে জুড়ে গেল ঝাড়খণ্ডও।
ঝাড়খণ্ডে ‘ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ’ শুরু হতেই বুধবার বিকেলে খুশির খবর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি জানান, এ বার মন্ত্রী থেকে শুরু করে আমলা বা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অ্যাপয়ন্টমেন্ট করতে গেলে ঝক্কি পোহাতে হবে না। অনলাইনেই করে নেওয়া যাবে অ্যাপয়েন্টমেন্ট। কবে কখন অ্যাপয়েন্টমেন্ট চাই, তার জন্য অনলাইনেই আবেদন করতে হবে। সবুজ সঙ্কেত মিললে একটা প্রিন্ট আউট নিয়ে সরাসরি সেই ব্যক্তির সঙ্গে দেখা করা যাবে।
বস্তুত শুধু অনলাইন অ্যাপয়েন্টমেন্টই নয় অনলাইনের মাধ্যমে যতটা সম্ভব সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কথা ভাবছে ঝাড়খণ্ড সরকার। সে জন্য সপ্তাহ জুড়ে সাধারণ মানুষকে নানা ভাবে সচেতন করা হচ্ছে। বিশেষজ্ঞরা স্কুল কলেজে গিয়ে অনলাইনের ফর্ম ভরা থেকে শুরু করে নানা ধরনের দৈনন্দিন কাজের প্রশিক্ষণ দেবেন। ছাত্রছাত্রীদের জন্য আই টি কুইজ ও আই টি সেমিনারেরও আয়োজন করা হচ্ছে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য থাকছে আই টি ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতাও।