Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিজেপিতে সমরজিৎ

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক তথা ডিমা হাসাও জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সমরজিৎ হাফলংবার।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০৩:২৯
Share: Save:

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক তথা ডিমা হাসাও জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সমরজিৎ হাফলংবার।

আজ আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘ডিমা হাসাও কংগ্রেসে অনুশাসন বলে কিছু নেই। একনায়কত্ব চলছে।’’ সমরজিৎ বলেন, ‘‘রাজ্যে এ বার বিজেপিই সরকার গড়বে। ভারতে রাজনৈতিক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনে অসমেও পরিবর্তন আসবে।’’ বিধানসভা ভোটে তিনি কি বিজেপির টিকিটে লড়বেন? সমরজিতের মন্তব্য, ‘‘তা দলের নেতারা ঠিক করবেন। আমি প্রার্থী হওয়ার জন্য বিজেপিতে যোগ দিইনি।’’ তিনি জানান, দল যাঁকে প্রার্থী করবে, তাঁর হয়েই তিনি কাজ করবেন। ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি বি বি হাগজার বলেন, ‘‘সমরজিৎ হাফলংবার এক বার বিধায়ক ছিলেন। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম-এর দায়িত্ব সামলেছেন। ছিলেন জেলা কংগ্রেস সভাপতিও। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা জেলায় বিজেপিকে আরও মজবুত করবে।’’ এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি মহেন্দ্র কেম্প্রাই বলেন, ‘‘উনি (সমরজিৎ) বিজেপিতে যোগ দেওয়ায় কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। কারণ তিনি দীর্ঘদিন দলের সঙ্গে সম্পর্ক রাখেননি। গত লোকসভা নির্বাচনে দলের হয়ে কোনও কাজও করেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dima Hasao Congress BJP election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE