রান্নার জন্য আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি। কিন্তু কখনও কি খেয়াল করে দেখেছি সিলিন্ডারের গায়ে একটি কোড লেখা থাকে। খেয়াল করলেও সেই কোড কীসের, তা বোধহয় জানার চেষ্টাও করি না। তবে সেই কোডের রহস্যটা কী, তা জেনে রাখাই ভাল।
সিলিন্ডারের ঠিক উপরের দিকে ‘সি-১৩’ বা ‘বি-১৫’— এ রকম কোড লেখা থাকে। এই ‘বি’, ‘সি’ বা ১৩, ১৫ এই নম্বরগুলো সরাসরি গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে জড়িত।
সিলিন্ডারগুলিকে মোট চারটি সিরিজে ভাগ করা হয়। ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’। এই চার ইংরাজি ব্যবহার করা হয় মাস বোঝাতে। সিলিন্ডারের গায়ে ‘এ’ লেখা থাকলে বুঝতে হবে সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সিরিজের। এপ্রিল-জুন সিরিজের জন্য ব্যবহার করা হয় ‘বি’। জুলাই-সেপ্টেম্বর সিরিজের জন্য ‘সি’ এবং অক্টোবর-ডিসেম্বরের জন্য ‘ডি’।