Advertisement
E-Paper

‘মোদী ট্রাম্পকে ভালবাসেন’, বললেন ট্রাম্পই, তার পরই হঠাৎ সাবধানি হয়ে কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

সম্প্রতি ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিও গোর নয়াদিল্লিতে মোদীর সঙ্গে দেখা করেন। ওই বৈঠক নিয়েই ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই ‘বন্ধু’ মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৭:০৪
Donald Trump said Narendra Modi loves him but US president cautious about Indian Prime Ministers political career

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ভালবাসেন। নিজেই সে কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। তার পরেই অবশ্য হঠাৎ সাবধানি হয়ে ভালবাসা শব্দের অর্থ ভুল ভাবে প্রয়োগ করা নিয়ে আশঙ্কাপ্রকাশ করলেন তিনি। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “উনি (মোদী) একজন দারুণ মানুষ। উনি ট্রাম্পকে ভালবাসেন। আমি জানি না এখানে ভালবাসা শব্দটা কী ভাবে নেওয়া হবে। আমি চাই না সেটা অন্য ভাবে নেওয়া হোক।” একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, “আমি ওঁর রাজনৈতিক জীবন শেষ করে দিতে চাই না।”

ট্রাম্প এ ক্ষেত্রে কী বলতে চেয়েছেন, তা অনেকের কাছেই বোধগম্য হয়নি। তবে একাংশের মতে, মার্কিন প্রেসিডেন্ট চান না, তাঁর ভালবাসা সংক্রান্ত উক্তি মোদীর রাজনৈতিক জীবনে কোনও রেখাপাত করুক। সে কারণেই ট্রাম্পের ওই সাবধানি মন্তব্য বলে দাবি ওই অংশটির। আবার আর এক অংশের দাবি, মশকরা করেই ও কথা বলেছেন ট্রাম্প।

সম্প্রতি ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিও গোর নয়াদিল্লিতে মোদীর সঙ্গে দেখা করেন। ওই বৈঠক নিয়েই ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই ‘বন্ধু’ মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। ভারতেরও প্রশংসা করেন। বলেন, “আমি অনেক বছর ধরে ভারতকে লক্ষ করছি। এটা একটা অতুলনীয় দেশ। প্রতি বছর সে দেশে আপনি নতুন নেতা দেখতে পাবেন।” তার পরেই মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন, “অনেকেই (নেতা) কয়েক মাসের জন্য থাকেন, আর কেউ কেউ বছরের পর বছর থাকেন। আমার বন্ধু (মোদী) সেখানে অনেক বছর (ক্ষমতায়) রয়েছেন।”

প্রসঙ্গত, হোয়াইট হাউসের এই সাংবাদিক বৈঠকেই ট্রাম্প দাবি করেছেন যে, তাঁকে মোদী এই বলে আশ্বস্ত করেছেন যে, রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। ট্রাম্প বলেন, “উনি (মোদী) আমায় আজ আশ্বাস দিয়েছেন যে, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না। আমরা চাই চিনও একই পথে হাঁটুক।” রাশিয়া থেকে তেল কেনার জন্য তিনি যে ভারতের উপর অসন্তুষ্ট ছিলেন, তা-ও জানিয়েছেন ট্রাম্প।” ভারত আমেরিকার নির্ভরযোগ্য সঙ্গী কি না, ট্রাম্পের কাছে তা জানতে চাওয়া হয়েছিল। জবাবে ট্রাম্প বলেন, “উনি (মোদী) আমার বন্ধু। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।”

Donald Trump Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy