Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বেতন বৃদ্ধির সুপারিশ রূপায়ণে থমকে নীতীশ

বিহারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মদের উপর সরকারি নিষেধাজ্ঞা। মদ বন্ধের ফলে রাজ্যের রাজস্ব ভাণ্ডারে প্রায় ৫ হাজার কোটি টাকার ঘাটতি। সেই ঘাটতি পূরণ করতেই হিমশিম অবস্থা সরকারের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০৩:১৯
Share: Save:

বিহারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মদের উপর সরকারি নিষেধাজ্ঞা। মদ বন্ধের ফলে রাজ্যের রাজস্ব ভাণ্ডারে প্রায় ৫ হাজার কোটি টাকার ঘাটতি। সেই ঘাটতি পূরণ করতেই হিমশিম অবস্থা সরকারের। এর উপরে বেতন কমিশনের বার্ষিক ৭ হাজার কোটি টাকার অতিরিক্ত দায়ভার যে এখনই সরকারের পক্ষে নেওয়া সম্ভব নয় তা অর্থ দফতরের কর্তাদের এক বৈঠকে স্বীকার করে নিয়েছেন নীতীশ কুমার। শুক্রবার সন্ধ্যায় অর্থমন্ত্রী আব্দুল বারি সিদ্দিকি এবং অর্থ দফতরের প্রধান সচিব-সহ সমস্ত কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে বেতন কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। রাজ্য সরকারের অবস্থান নিয়ে অর্থমন্ত্রী সিদ্দিকি বলেন, ‘‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন। তবে বেতন কমিশনের রিপোর্ট সাধারণত একটি নির্ধারণ সমিতি (ফিটমেন্ট কমিটি) খতিয়ে দেখেন। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়।’’ বিহার সরকার এখনও সেই নির্ধারণ সমিতি তৈরির বিষয়েও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

salary hike bihar governmant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE