Advertisement
E-Paper

গুজরাতে গোষ্ঠী সংঘর্ষ, আহত তিন

পুলিশ জানিয়েছে, রবিবার পানিগেট থানার সামনের রাস্তা দিয়েই শোভাযাত্রা যাচ্ছিল। তখনই শোভাযাত্রায় অং‌শগ্রহণকারী কয়েক জন ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে গোলমাল পাকানোর চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, আগেই সংঘর্ষের ছক কষা হয়ে থাকতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০৩:২৭

ধর্মীয় শোভাযাত্রার সময়ে সংঘর্ষ হলো নরেন্দ্র মোদীর রাজ্যেই। গত কাল রাতে বডোদরার পানিগেটে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। পরিস্থিতি সামলাতে গুলি চালায় পুলিশ। ঘটনায় আহত হয়েছে তিন জন।

পুলিশ জানিয়েছে, রবিবার পানিগেট থানার সামনের রাস্তা দিয়েই শোভাযাত্রা যাচ্ছিল। তখনই শোভাযাত্রায় অং‌শগ্রহণকারী কয়েক জন ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে গোলমাল পাকানোর চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, আগেই সংঘর্ষের ছক কষা হয়ে থাকতে পারে।

কারণ, একতানগর এলাকার বাসিন্দাদের সঙ্গে বাভচাভড় এলাকার বাসিন্দাদের পুরনো শত্রুতা রয়েছে। শোভাযাত্রায় একতানগরের বেশ কিছু বাসিন্দা ছিল। তারা বাভচাভড় এলাকাতেই ঝামেলা পাকানোর চেষ্টা করে। কিন্তু সেখানে কড়া পুলিশি প্রহরা থাকায় চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরে তারাই পানিগেট থানার সামনে এসে গোলমাল পাকায় বলে মনে করছে পুলিশ।

পুলিশের দাবি, এক কনস্টেবল জনতাকে সামলানোর চেষ্টা করলে তাঁকেই মারধর করে দুষ্কৃতীরা। পানিগেট থানার ইনস্পেক্টর রিভলভার বের করলে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তখনই গুলি চালান ইনস্পেক্টর। পুলিশের গুলিতেই নরেশ ও আকাশ কুমার নামে দু’জন আহত হয়। পাথরের ঘায়ে আহত হয় সুধা কুমার নামে আরও এক জন। ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত কালই উত্তরপ্রদেশের কানপুরে সংঘর্ষ হয়েছিল দুই গোষ্ঠীর। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরে সংঘর্ষ হয় বালিয়াতেও। সেখানে ধর্মীয় শোভাযাত্রার উপরে ইট ছোড়া হয়েছে বলে গুজব রটে। ফলে দুই সম্প্রদায়ের মধ্যে বচসা শুরু হয়। পুলিশ জানিয়েছে, তারই সুযোগে কিছু দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে কয়েক জনের উপরে হামলা চালায়। জ্বালিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়ি ও বাইক। ঘটনায় আহত হয়েছে ৬ জন।

Communal Clash Muharram Tazia Procession Gujarat Vadodara বডে়াদরা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy