Advertisement
০২ মে ২০২৪
Accident

Madurai: কাটা পড়ল মাথা! মাটি চাপা পড়া ব্যক্তিকে উদ্ধারের সময় মর্মান্তিক দুর্ঘটনা

পুলিশ জানিয়েছে, শহরের একটি ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন সারাইয়ের কাজ করতে গিয়ে মাটি ধসে চাপা পড়েছিলেন ঠিকাদারি সংস্থার শ্রমিক সতীশ।

মাদুরাইয়ের সেই দুর্ঘটনাস্থল।

মাদুরাইয়ের সেই দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মাদুরাই শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৫:০৩
Share: Save:

ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন সারাইয়ের কাজ করতে গিয়ে মাটি ধসে চাপা পড়েছিলেন ঠিকাদারি সংস্থার এক শ্রমিক। জেসিবি মেশিন (মাটি কাটার যন্ত্র বা আর্থ মুভার) এনে তাঁকে উদ্ধার করতে গিয়ে মাথাটাই কেটে ফেলল ওই সংস্থা। তামিলনাড়ুর মাদুরাই শহরে শুক্রবারের ঘটনা।পুলিশ সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে মাদুরাইয়ের ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন সংস্কারের কাজ চলছে। জেসিবি যন্ত্র দিয়ে মাটি খুঁড়ে চলছে সেই কাজ। শনিবার শহরের ভিলাঙ্গুড়ি এলাকার রামমূর্তি নগরে প্রায় ১২ ফুট গভীর ওই নালা সংস্কারের কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। সে সময় হঠাৎই ধস নামে। অন্যেরা নিরাপদে সরে গেলেও আলগা মাটির তলায় চাপা পড়েন সতীশ ওরফে বীরানন।

স্থানীয় সূত্রের খবর, তড়িঘড়ি জেসিবি দিয়ে মাটি সরিয়ে সতীশকে উদ্ধারের চেষ্টার সময়ই দুর্ঘটনা ঘটে যায়। মাটি খোঁড়ার ধারালো ব্লেড তাঁর মাথা কেটে ফেলে। পুলিশ জানিয়েছে, গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মৃত শ্রমিকের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Accident Madurai Tamil Nadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE