সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পরে বাদ যাওয়া প্রায় ৬৫ লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। বিহারে ২৪ জুনের আগে ভোটার তালিকায় নাম ছিল কিন্তু ১ অগস্ট প্রকাশিত খসড়া তালিকায় নাম নেই, এমন সকলের তথ্য প্রকাশ করেছে কমিশন। বাদ যাওয়া ভোটারদের নাম কেন এক জায়গায় পাওয়া যাবে না, সেই প্রশ্ন তুলে আগেই সরব হয়েছিল বিরোধীরা। সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই তালিকা বেরোল।
বিহারে এখন রাজ্যের বিরোধী দলনেতা, আরজেডি-র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে ‘ভোটাধিকার যাত্রা’য় রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর ওই যাত্রা চলাকালীনই ফের বিহারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, আগামী ২২ অগস্ট বিহারের মোকামা ও বেগুসরাইয়ে সরকারি অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রীর। মোকামায় গঙ্গার উপরে সেতু এবং বেগুসরাইয়ে ৬ লেনের সেতু উদ্বোধনের কথা রয়েছে তাঁর। গয়ায় সভার পরিকল্পনাও আছে। সেখান থেকেই সম্ভবত রাহুলদের পাল্টা বার্তা দেবেন মোদী। বিজেপির বিহার রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়ালের কথায়, ‘‘মোকামায় এসে গঙ্গাদর্শন করবেন প্রধানমন্ত্রী, সেতুর উদ্বোধনও করবেন। গয়াজি’তেও তাঁর যাওয়ার কথা।’’ প্রসঙ্গত, ২২ তারিখেই কলকাতায় আসার কথা মোদীর। মেট্রোর নতুন পথ, রেলের সুড়ঙ্গ-পথ উদ্বোধনের পাশাপাশি দমদমে জনসভার সূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
এরই মধ্যে বিহারে খসড়া ভোটার তালিকা থেকে কার নাম বাদ গিয়েছে এবং কেন বাদ,কমিশনের প্রকাশিত সার্বিক তালিকায় তা উল্লেখ করে দেওয়া হয়েছে। জেলাশাসকের দফতরের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের ওয়েবসাইটে সেই তালিকা আপলোড করা হয়েছে। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিংহ গুঞ্জিয়ালের বক্তব্য, ভোটার পরিচয়পত্রের (এপিক) নম্বর বা বিধানসভা এলাকার মধ্যে বুথ ধরে তালিকায় নাম খুঁজে নিতে পারেন যে কেউ। এই তালিকা রাজ্যে স্বীকৃত ১২টি রাজনৈতিক দলের কাছেও পাঠানো হয়েছে। একই সঙ্গে কমিশনের তরফে বলা হচ্ছে, গত ১ অগস্ট খসড়া তালিকা প্রকাশের পরে ১২টি দলের মোট এক লক্ষ ৬০ হাজার ৮১৩ জন বুথ লেভল এজেন্টদের (বিএলএ) কেউ এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা দেননি। তবে ব্যক্তিগত ভাবে আপত্তি বা সংশোধনের আবেদন জমা দিয়েছেন ৫২ হাজার ২৭৫ জন। তার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ১৭৬৫টি আবেদনের। নতুন নাম তোলার আবেদন জমা পড়েছে এক লক্ষ ৭৩ হাজার ১৬।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)