অ্যাপল ওয়াচের ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) ফিচার জীবন রক্ষা করল ইনদওরের এক ৬১ বছর বয়সী ব্যক্তির। সেই ঘটনা জানার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক ওষুধ কম্পানিতে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত আর রাজহংস। ছেলে সিদ্ধার্থ হারভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। একই সঙ্গে সিদ্ধার্থ সিলিকন ভ্যালির কয়েকটি টেকনলজি কোম্পানির সঙ্গেও যুক্ত। সিদ্ধার্থই বাবাকে একটি ‘অ্যাপল ওয়াট সিরিজ ৫’ উপহার দিয়েছিলেন। সেই সঙ্গে বাবাকে জানিয়েছিলেন, এই ঘড়ির মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক অবস্থার উপর নজর রাখা যায়। ইসিজি-ও করা সম্ভব।
এই বছর মার্চ মাসে রাজহংস আচমকা অসুস্থ বোধ করলে অ্যাপলের ঘড়িতে নিজেই ইসিজি পরীক্ষা করেন। তাতেই ধরা পড়ে বেশ অনিয়মিত হৃদস্পন্দন। একাধিক বার তিনি পরীক্ষার পরও যখন একই ফলাফল আসেতে থাকে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর হাইপারটেনশনের সমস্যা থাকলেও হৃদযন্ত্রের বিশেষ কোনও সমস্যা আগে ছিল না। কিন্তু অ্যাপল ওয়াচে এমন ফলাফল জানার পর চিকিৎসকও আর দেরি করেননি। হৃদযন্ত্র পরীক্ষা করে দেখেন। বুঝতে পারেন, অ্যাপল ওয়াচের ইসিজি ফলাফল ঠিকই দেখাচ্ছিল। তার পরই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।