দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দলীয় সংবিধানের কপি জমা দেওয়ার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। ৩০ দিনের মধ্যে ওই কপি জমা দিতে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলির নথিভুক্তকরণ এবং কর্মপদ্ধতি নিয়ে সুনির্দিষ্ট বিধিপ্রণয়ণ করতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সেই আবহে কমিশনের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সোমবার কমিশনের তরফে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতেই বলা হয়েছে, সংশ্লিষ্ট দলের সংবিধান, তাতে যদি কোনও বদল বা পরিবর্তন হয়ে থাকে, তবে তার উল্লেখ-সহ কমিশনের কাছে জমা দিতে হবে। কমিশনের তরফে বিষয়টির গুরুত্ব উল্লেখ করে বলা হয়েছে, দলীয় সংবিধান একটি দলের লক্ষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ চালানোর জন্যই দলীয় সংবিধান জরুরি বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুন:
কমিশনে সূত্রে খবর, কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘ দিন ধরে দলীয় সংবিধানের বিষয়ে কমিশনকে অবহিত করেনি। ওই সূত্রের দাবি, দলগুলির সংবিধান নিজেদের ওয়েবসাইটে আপলোড করতে চাইছে কমিশন। সে ক্ষেত্রে যে কেউ ওয়েবসাইটে গিয়ে দলগুলির সংবিধান দেখতে পারবে।