অর্থ তছরুপের অভিযোগে গুজরাতের এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। ধৃতের নাম বাহুবলী শাহ। ঘটনাচক্রে, তিনি গুজরাতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সংবাদপত্র ‘গুজরাত সমাচার’-এর সহ-মালিকও।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাহুবলী অন্তত ১৫টি ব্যবসায়িক সংস্থার সঙ্গে যুক্ত। প্রকাশনা সংস্থা ‘লোক প্রকাশন লিমিটেড’ এবং জিএসটিভি চ্যানেলের অন্যতম ডিরেক্টর। তাঁর দাদা শ্রেয়াংশভাই শাহ ‘গুজরাত সমাচার’-এর ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। তিনি সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, ‘‘দু’দিন ধরে আমাদের বাড়িতে আয়কর দফতর তল্লাশি চালিয়েছে। এর পর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসেছিলেন ইডি আধিকারিকেরা। ’’
পরিবার জানিয়েছে, বাহুবলীকে প্রথমে আটক করে ভিএস হাসপাতালে নিয়ে গিয়েছিল ইডি। পরে সেখান থেকে তাঁকে জ়াইডাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। বর্তমানে বাহুবলী আইসিইউ-তে চিকিৎসাধীন বলেই খবর পরিবার সূত্রে।
শ্রেয়াংশভাই ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’-এর পর ‘গুজরাত সমাচার’-এর এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। বাহুবলীর দাদার কথায়, ‘‘কেন তা করা হয়েছিল, আমরা জানি না।’’
বাহুবলীর গ্রেফতারির পর গুজরাতের শাসকদল বিজেপিকে বিঁধতে শুরু করেছে কংগ্রেস এবং আম আদমি পার্টি। তাদের দাবি, ‘গুজরাত সমাচার’ রাজ্যের বিজেপি সরকারকে প্রশ্ন করেছিল। তাই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ওই সংবাদপত্রকে দমানোর চেষ্টা চলছে। ভয় দেখানো হচ্ছে। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ‘‘বাহুবলী শাহের গ্রেফতারি আসলে সেই ভয় দেখানোর রাজনীতি। এটাই মোদী সরকারের পরিচিতি হয়ে উঠেছে। ‘গুজরাত সমাচার’-এর মুখ বন্ধ করার এই চেষ্টা শুধু একটি সংবাদপত্রকে দমানোর চেষ্টা নয়, এটা দেশের গণতন্ত্রের উপর আঘাত।’’