Advertisement
E-Paper

১২,০০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ! শিল্পপতি মনোজ গৌরকে গ্রেফতার করল ইডি

অভিযোগ, হাজার হাজার ক্রেতা বাড়ি কেনার জন্য জেপি ইনফ্রাটেক-এর আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছিলেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও তাঁরা কখনওই তাঁদের ফ্ল্যাটের মালিকানা পাননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৫:০৩
জেপি ইনফ্রাটেক-এর ম্যানেজিং ডিরেক্টর মনোজ গৌর।

জেপি ইনফ্রাটেক-এর ম্যানেজিং ডিরেক্টর মনোজ গৌর। — ফাইল চিত্র।

আবাসন নির্মাতা সংস্থা জেপি ইনফ্রাটেক লিমিটেড (জেআইএল)-এর ম্যানেজিং ডিরেক্টর মনোজ গৌরকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বহু ক্রেতার সঙ্গে প্রতারণা করার অভিযোগে বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করেছে ইডি। মামলা দায়ের হয়েছে বেআইনি লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ)-র আওতায়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মনোজের বিরুদ্ধে ১২,০০০ কোটি টাকার তহবিল তছরুপের অভিযোগ রয়েছে। ক্রেতাদের থেকে টাকা নিয়ে সেই অর্থের অপব্যবহার এবং অন্যত্র লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে মনোজকে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। মনোজের পাশাপাশি মামলায় জেপি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জেপি ইনফ্রাটেক লিমিটেড এবং জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড (জেএএল) এরও নাম জড়িয়েছে।

মনোজের বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার ক্রেতা বাড়ি কেনার জন্য জেপি ইনফ্রাটেক-এর আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছিলেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও তাঁরা কখনওই তাঁদের ফ্ল্যাটের মালিকানা পাননি। ২০১৭ সালে এ নিয়ে প্রথম মুখ খোলেন ক্রেতারা। ব্যাপক প্রতিবাদের মুখে ওই সংস্থা ও শিল্পপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে ঘটনার তদন্তে নামে ইডি। অভিযোগ, এমডি হওয়ায় সংস্থার ব্যবস্থাপনা এবং আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে সব চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন মনোজ। তদন্তে দিল্লি, নয়ডা, গাজ়িয়াবাদ এবং মুম্বইয়ে জেপি গ্রুপের অন্তত ১৫টি সম্পত্তিতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় নগদ ১.৭ কোটি টাকা, বেশ কিছু আর্থিক নথি ও সম্পত্তির কাগজপত্র।

ED arrest md
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy