অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগে সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের বিরুদ্ধে এ বার পদক্ষেপ করল ইডি। ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটারের মোট ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। বৃহস্পতিবার একটি সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
সরকারি সূত্র পিটিআই-কে জানিয়েছে, আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় ধাওয়ানের সাড়ে চার কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং রায়নার ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, দুই প্রাক্তন ক্রিকেটার সব কিছু জেনেশুনেই ‘ওয়ানএক্স বেট’ নামক ওই অনলাইন বেটিং অ্যাপের প্রচারে অংশ নিয়েছেন।
আরও পড়ুন:
-
২০২৩ সালে দুবাইয়ে গ্রেফতার হন মহাদেব বেটিং অ্যাপ-কাণ্ডের অন্যতম অভিযুক্ত রবি, তবে এখন ‘নিখোঁজ’
-
উর্বশী-মিমি থেকে একঝাঁক প্রাক্তন ক্রিকেটারকে ইডি তলব: কী এই বেটিং অ্যাপ মামলা? তারকারা কোন আইনের প্যাঁচে?
-
সমস্যায় যুবরাজ, উথাপ্পা! আর্থিক তছরুপের অভিযোগে ইডির তলব ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারকে, কবে হাজিরার নির্দেশ
প্রসঙ্গত, ‘ওয়ানএক্স বেট’ অ্যাপটিকে অবৈধ বলে ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ওই অ্যাপের প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রথম সারির তারকারা। ওয়ানএক্স বেটের সঙ্গে তাঁদের কী চুক্তি হয়েছিল, কত টাকা নিয়েছেন তাঁরা, তা নিয়ে ইডি জবাব তলব করেছে ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য যুবরাজ সিংহের। সেই তালিকায় রয়েছেন রবিন উথাপ্পাও, অভিনেতা সোনু সুদ। ওয়ানএক্স বেট অ্যাপের প্রচারের জন্য সম্প্রতি তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর বয়ান নথিবদ্ধ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। বলিউডের ঊর্বশী রৌতেলা আবার ওই ওয়ানএক্স বেট অ্যাপের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। গত অগস্টে এক বার হাজিরাও দিয়েছেন তিনি।