অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর সঙ্গে যুক্ত আর্থিক তছরুপ মামলায় এ বার কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি কর্তারা জানিয়েছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে চলতি বছরের জুলাইয়ে রবার্টের জবানবন্দি নথিভুক্ত করা হয়েছিল। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর জামাইয়ের বিরুদ্ধে সঞ্জয়ের আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ মিলেছে।
সঞ্জয়ের মাধ্যমে ব্রিটেনে বেনামি সম্পত্তি কেনা ও আয়কর ফাঁকির অভিযোগ নিয়ে ২০২০ সালে গান্ধী পরিবারের জামাই রবার্টের বিরুদ্ধে আয়কর বিভাগ তদন্ত শুরু করেছিল। ২০২৩ সালেই সঞ্জয়কে ভারতে প্রত্যপর্ণের নির্দেশ দিয়েছিল ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রেভারম্যান। প্রতিরক্ষা দুর্নীতিতে অভিযুক্ত সঞ্জয়ের সঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা বঢরা গান্ধীর স্বামী রবার্টের যোগাযোগ রয়েছে বলে বিজেপির দাবি। যদিও দুই বছর কেটে গেলেও এখনও বিতর্কিত সেই অস্ত্র ব্যবসায়ীকে ভারতে ফেরানো যায়নি।
আরও পড়ুন:
ইউপিএ সরকারের জমানায় বায়ুসেনার জন্য প্রশিক্ষণ বিমান (ট্রেনার জেট) কেনার চুক্তিতে দুর্নীতির অভিযোগ নিয়ে ২০১৯ সালে সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর করেছিল সিবিআই। তাদের অভিযোগ, ২৮৯৫.৬০ কোটি টাকার ওই চুক্তির জন্য সুইৎজ়ারল্যান্ডের ‘পিলেটাস এয়ারক্রাফ্ট লিমিটেড’ বায়ুসেনা ও প্রতিরক্ষা মন্ত্রকের তৎকালীন কর্তাদের প্রায় ৩৩৯ কোটি টাকা ঘুষ দিয়েছিল। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয়ের সংস্থার মাধ্যমে ওই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তদন্তকারীদের। পরে এই মামলায় আর্থিক তছরুপের অভিযোগ থাকায় ইডি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। সেই মামলায় নাম জড়ায় রবার্টের। যদিও সেই অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন তিনি।