ভোটার তালিকায় অবৈধ ভাবে অন্তর্ভুক্ত বাংলাদেশি নাগরিকদের নাম বাদ দিতে তৎপরতা বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এ কাজে কমিশনের সঙ্গে সমন্বয় করছে বৈদেশিক শাখাও (ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও)। এই অবস্থায় আজ, শুক্রবার দিল্লিতে বৈঠক ডেকেছে কমিশন। দিল্লির নির্বাচন সদনে সেই বৈঠকে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল এবং ভোটার তালিকার অন্যতম দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস।
কমিশন সূত্রের খবর, ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত অনলাইন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ হবে। তবে শুরুতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং অপর নির্বাচন কমিশনার বিবেক জোশী দেশের সব সিইও-দের সঙ্গে বৈঠক করবেন।
এ দিন কমিশন জানায়, বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে তারা। তার অন্যতম—একটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ভোটার সংখ্যা ১২০০-তে বেঁধে দেওয়া হচ্ছে। বহুতল এবং বস্তি এলাকায় অতিরিক্ত ভোটকেন্দ্র তৈরি হবে। ভোটার স্লিপ হবে আগের থেকে অনেক উন্নত। তাতে ভোটারের সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর আরও বেশি নজরে পড়ার মতো করে ছাপানো হবে। কমিশনের দাবি, একই নম্বর বা সিরিজ়ে একাধিক ভোটার কার্ড থাকার সমস্যার সমাধান করা হয়েছে। কার্যকর করা হয়েছে নতুন পদ্ধতিও। নির্বাচনের সঙ্গে যুক্ত সব কর্মী-আধিকারিকদের প্রশিক্ষণ হবে নিবিড় ভাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)