বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এই ঘটনায় স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা গ্রহণ করল কর্নাটক হাই কোর্ট। বৃহস্পতিবার দুপুরে মামলাটি শুনবে আদালত। বুধবারের ঘটনায় ১১ জনের মৃত্যুতে বৃহস্পতিবার বেঙ্গালুরুর থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। যদিও এফআইআরে কোনও অভিযুক্তের নাম নেই। মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে, সেই সংখ্যা এখনও স্পষ্ট নয়।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পদপিষ্ট হওয়ার ঘটনায় বেঙ্গালুরুর কাব্বন পার্ক থানায় অন্য একটি এফআইআর দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, কর্নাটক রাজ্য ক্রিকেট বোর্ডের আধিকারিকদের বিরুদ্ধে ওই এফআইআরটি দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়ে এফআইআরটি করেছেন সমাজকর্মী স্নেহময়ী কৃষ্ণ।
১৭ বছর অপেক্ষার পরে ১৮ তম আইপিএল জিতেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বিরাট কোহলিদের সঙ্গে উৎসবে শামিল হতে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং তার বাইরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হন। সেখানে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৩৩ জন। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর সরকার আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে বলেও জানিয়েছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
চিন্নাস্বামী স্টেডিয়ামে লোকধারণ ক্ষমতা ৩৫ হাজার। অভিযোগ, সেখানে উপস্থিত হন প্রায় তিন লক্ষ মানুষ। ভেঙে যায় স্টেডিয়ামে দরজা। এই ঘটনায় প্রাণহানির পরে ক্ষমাপ্রার্থনা করেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি বলেন, ‘‘এ রকম হওয়া উচিত ছিল না। আমরা আশা করিনি যে, এত ভিড় হবে। স্টেডিয়ামে ৩৫ হাজার লোক বসতে পারেন। তিন লক্ষের বেশি মানুষ সেখানে পৌঁছে যান। গেট ভেঙে যায়। আমরা ক্ষমা চাইছি। সব কিছু জানার পরে বার্তা দেব।’’
এ বার এই নিয়ে স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা শুনছে কর্নাটক হাই কোর্ট।