অমৃতসর থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়া বিমানে বিপত্তি। বার্মিংহাম বিমানবন্দরে অবতরণের মুহূর্তে আচমকাই ওই বিমানের ‘রাম এয়ার টার্বাইন’ চালু হয়ে যায়! কেন ওই টার্বাইন চালু হল, তা স্পষ্ট নয়। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিমানটি নিরাপদেই বার্মিংহাম বিমানবন্দরে অবতরণ করেছে।
অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বার্মিংহামের উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে কোনও সমস্যা দেখা না দিলেও অবতরণের সময় বিমানের জরুরি টার্বাইন চালু হয়ে যায়। বিমানের কেবিন ক্রুদের বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় পাইলটকে। তবে তার জন্য বড় কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
‘রাম এয়ার টার্বাইন’ হল একটি ছোট একটি বিকল্প যন্ত্র, যা ইঞ্জিনে স্বয়ংক্রিয় ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ (হাইড্রলিক পাওয়ার) পৌঁছে দেয়। বিমানের যখন দু’টি ইঞ্জিন বিকল বা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, তখনই স্বয়ংক্রিয় ভাবে ওই যন্ত্রটি বেরিয়ে আসে। উড়ন্ত বিমানের বাইরে থেকে এই যন্ত্র দেখা যায়। ছোট পাখার মতো ব্লেড থাকে এতে। ওই যন্ত্রের সাহায্যে বাতাস থেকে শক্তি সংগ্রহ করে বিমান চলাচল স্বাভাবিক রাখে। তবে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বিমানে কেন ‘রাম এয়ার টার্বাইন’ চালু হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, ওই বিমানের কোনও ইঞ্জিন খারাপ হয়নি। এমনকি বিমানের বিদ্যুৎ (হাইড্রলিক পাওয়ার) পরিষেবাও সচল ছিল।
আরও পড়ুন:
বার্মিংহামে নিরাপদে অবতরণ করানো হলেও ওই বিমানটিকে নিয়মমাফিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ওই বিমানটি আবার বার্মিংহাম থেকে দিল্লিতে ফিরে আসার কথা ছিল। কিন্তু এই ‘ত্রুটি’র কারণে দিল্লিগামী যাত্রা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এই বোয়িং বিমানটি গত ১২ জুন অহমদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল। অহমদাবাদ থেকে লন্ডনের অদূরে গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। যাত্রী এবং বিমানকর্মী-সহ তাতে ছিলেন মোট ২৪২ জন। বিমানটি নিকটবর্তী একটি ডাক্তারদের হস্টেল ভবনে ধাক্কা মারে। এই বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। বিমানের এক জন মাত্র যাত্রী বেঁচে গিয়েছেন। সরকারি হিসাবে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ২৬০।