ঘর-সংসার ছেড়ে স্ত্রী অন্য যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। আর সেই হতাশায় চার সন্তানকে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন স্বামী। আত্মহত্যার আগে একটি ভিডিয়োও করেন যুবক। সেখানে তিনি বলেন, ‘‘আর বেঁচে থাকার ইচ্ছেটাও রইল না!’’ তার পর সেই ভিডিয়ো বোনকে পাঠিয়ে দেন। তাঁর এই পথ বেছে নেওয়ার জন্য স্ত্রী এবং তাঁর প্রেমিককে দায়ী করেছেন যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সলমন। শুক্রবার স্ত্রী খুশনুমার সঙ্গে তাঁর অশান্তি হয়। তার পরই প্রেমিককে সঙ্গে নিয়ে পালিয়ে যান খুশনুমা। স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে মানসিক হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে চার সন্তানকে নিয়ে আত্মঘাতী হন সলমন। শনিবার পুলিশের দ্বারস্থ হন সলমনের বোন গুলিস্তা। তাঁর বৌদি এবং প্রেমিকের বিরুদ্ধে সলমনকে খুনের অভিযোগ দায়ের করেন। খুশনুমা এবং তাঁর প্রেমিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, সলমন এবং তাঁর চার সন্তানের দেহের হদিস মেলেনি। তাঁদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে। মৃত যুবকের পরিবার সূত্রে খবর, সলমনের সঙ্গে ১৫ বছর ধরে সংসার করেন খুশনুমা। তবে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। গত কয়েক মাসে সেই অশান্তি আরও বাড়ে। শুক্রবার দু’জনের মধ্যে অশান্তির পরই খুশনুমা প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। প্রেমিকের সঙ্গে পালানোর পর নিজের চার সন্তানকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেন।