Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

রাহুল-সনিয়ার সঙ্গে কথা কুমারস্বামীর, তবু জট কাটল না মন্ত্রিসভা নিয়ে

সোমবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বাড়িতে কর্নাটকের ভাবী মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে বৈঠকে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও রফায় পৌঁছতে পারেনি কংগ্রেস, জেডি (এস) কেউই। উপ-মুখ্যমন্ত্রিত্বের জন্য কংগ্রেস দু’টি নাম সুপারিশ করেছে। এক জন লিঙ্গায়েত নেতা ডি কে শিবকুমার।

-ফাইল চিত্র।

-ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মে ২০১৮ ২০:২০
Share: Save:

কংগ্রেস চাইছে, কর্নাটকে কুমারস্বামী সরকারে উপ-মুখ্যমন্ত্রী হোন দু’জন। এক জন লিঙ্গায়েত সম্প্রদায়ের, অন্য জন দলিত।

কিন্তু দেবগৌড়ার দল জেডি (এস) তা চাইছে না।

সোমবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বাড়িতে কর্নাটকের ভাবী মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে বৈঠকে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও রফায় পৌঁছতে পারেনি কংগ্রেস, জেডি (এস) কেউই। উপ-মুখ্যমন্ত্রিত্বের জন্য কংগ্রেস দু’টি নাম সুপারিশ করেছে। এক জন লিঙ্গায়েত নেতা ডি কে শিবকুমার। অন্য জন দলিত এম বি পাটিল। কিন্তু জে ডি (এস) তাতে রাজি নয়। ফলে, এখনও পর্যন্ত কর্নাটকে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়টি ঝুলে রয়েছে। এ দিন রাহুলের বাড়িতে কুমারস্বামীর সঙ্গে কথা বলতে ১০ নম্বর জনপথ থেকে এসে পৌঁছন সনিয়া গাঁধীও।

কংগ্রেস সূত্রের খবর, কর্নাটকে উপ-মুখ্যমন্ত্রীর সংখ্যা ও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনায় কুমারস্বামীকে পরামর্শ দিয়েছেন সনিয়াও।

আরও পড়ুন- কর্নাটক: তটস্থ কংগ্রেস-জেডি (এস) এখনও হোটেলবন্দিই রেখেছে বিধায়কদের​

আরও পড়ুন- মোদীর রাজ্যে দলিত দম্পতিকে বেঁধে গণপ্রহার, খুন স্বামী​

এ দিন দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকে বসার আগে কুমারস্বামী বলেন, ‘‘এখনও ঠিক করিনি, বুধবার আমি একাই শপথ নেব নাকি আমার সঙ্গে শপথে নেবে নতুন মন্ত্রিসভাও।’’ শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কুমারস্বামীর সরকারকে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

আজ রাতেই জোটের আরেক শরিক বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে দেখা করবেন কুমারস্বামী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE