Advertisement
০৫ মে ২০২৪
New CBI Director Praveen Sood

মেয়াদ শেষ জায়সওয়ালের, সিবিআই প্রধান হিসাবে দায়িত্ব নিলেন কর্নাটকের প্রাক্তন ডিজি প্রবীণ সুদ

কর্নাটকের পুলিশ প্রধান থাকাকালীন প্রবীণ সুদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিল কংগ্রেস। প্রদেশ সভাপতি ডিকে শিবকুমারের অভিযোগ ছিল, প্রবীণ বিজেপির হয়ে কাজ করছেন।

file image

নতুন প্রধান পেল সিবিআই। — ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৮:২০
Share: Save:

নতুন প্রধান পেল সিবিআই। বৃহস্পতিবার সুবোধ জায়সওয়ালের মেয়াদ শেষ হওয়ার সেই জায়গায় দায়িত্ব নিলেন প্রবীণ সুদ। তিনি কর্নাটকের পুলিশ প্রধান ছিলেন। বিরোধী আসনে থাকাকালীন কর্নাটক কংগ্রেস তাঁর বিরুদ্ধেই বিজেপির প্রতি অতিরিক্ত নরম মনোভাবের অভিযোগ করেছিল। প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার প্রবীণের গ্রেফতারিরও দাবি করেছিলেন।

১৯৮৬ ব্যাচের আইপিএস আধিকারিক প্রবীণ আগামী ২ বছর সিবিআই ডিরেক্টর হিসাবে কাজ করবেন। সূত্রের খবর, সিবিআই প্রধান হিসাবে প্রবীণের নাম চূড়ান্ত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর বৈঠকে। অধীর সেই বৈঠকে নিজের অসম্মতির কথাও নথিভুক্ত করিয়েছিলেন। তাঁর আপত্তি ছিল সুদের নাম শেষ মুহূর্তে ঢোকানোয়।

এ বছর মার্চে কর্নাটক বিধানসভা ভোটের আগে প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার সরাসরি অভিযোগ করেছিলেন, প্রবীণ বিজেপির বিরুদ্ধে কোনও অভিযোগ মানতে চাইছেন না। তাঁর দাবি ছিল, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে যেখানে ২৫টি মামলা রুজু হয়ে গিয়েছে, সেখানে একই অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি নেতাদের বিরুদ্ধে একটিও অভিযোগ নেয়নি পুলিশ। দিল্লি আইআইটির প্রাক্তনী প্রবীণকে গ্রেফতার করারও দাবি তুলেছিলেন শিবকুমার। কর্নাটকে ভোট শেষ হয়েছে। বিজেপিকে হারিয়ে তখ্‌ত দখল করেছে কংগ্রেস। সে দিনের প্রদেশ সভাপতি শিবকুমার এখন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। এই আবহেই সিবিআইয়ের প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রবীণ সুদ। ঘটনাচক্রে, শিবকুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তও করছে সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Karnataka police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE