বিগত দু’মাসে এক বারও কৃষকদের নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। অথচ পপ তারকা রিহানার টুইটের পর সাত তাড়াতাড়ি টুইট করতে দেখা গিয়েছে তাঁকে। তাতে মোদী সরকারের পক্ষ নেওয়ার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। তা নিয়ে এ বার সচিন তেন্ডুলকরকে একহাত নিলেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ার। তাঁর মতে ক্রিকেট ছাড়া অন্য কোনও ব্যাপারে মতামত জানানোর আগে সাবধানী হওয়া উচিত ‘ক্রিকেট ঈশ্বর’-এর।
শনিবার পুণে-তে আয়োজিত একটি সভায় অংশ নেন পওয়ার। সেখানেই কৃষক আন্দোলন নিয়ে সচিন-সহ অন্যান্য তারকাদের সাম্প্রতিক মন্তব্য নিয়ে নিজের মতামত জানান তিনি। পওয়ার বলেন, ‘‘কৃষক আন্দোলন নিয়ে ভারতীয় তারকাদের অবস্থানের বিরুদ্ধে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সচিনকে একটা পরামর্শ দেব, অন্য কোনও বিষয়ে মুখ খোলার আগে সতর্ক হওয়া উচিত ওঁর।’’
গত দু’মাসে কখনও আন্দোলনকারী কৃষকদের গায়ে খালিস্তানি তকমা সেঁটে দেওয়া হয়েছে কখনও আবার সমাজমাধ্যমে তাঁদের জঙ্গি বলে উল্লেখ করছেন কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রী। তার তীব্র সমালোচনা করেছেন ইউপিএ আমলে কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলানো পওয়ার। তিনি বলেন, ‘‘আন্দোলনকারী কৃষকরা গোটা দেশের অন্নদাতা। তাঁদের খালিস্তানি বা জঙ্গি বলা কখনওই কাম্য নয়। বহু দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আরও গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবা উচিত সরকারের। এখন তো আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।’’