ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি অনেকটা পথ এগিয়ে গিয়েছে এবং চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত হতে পারছেন না ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’-এর বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে আমেরিকায় রয়েছেন জয়শঙ্কর। মার্কিন সাময়িকপত্র ‘নিউজ়উইক’-এ মঙ্গলবার তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়েও মন্তব্য করেন ভারতের বিদেশমন্ত্রী। তাঁর মতে, দু’দেশের বাণিজ্যিক সমঝোতা নিয়ে আলোচনা বর্তমানে মাঝামাঝি একটি জায়গায় রয়েছে, বা তার থেকেও বেশি এগিয়ে গিয়েছে।
এটি একটি ‘অত্যন্ত জটিল’ বাণিজ্য আলোচনা বলেই মনে করছেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘‘আমরা এই জটিল বাণিজ্য আলোচনার মাঝামাঝি জায়গায় রয়েছি। হয়তো মাঝামাঝির থেকেও বেশি এগিয়ে গিয়েছি। আমি অবশ্যই আশা করব যে, এই আলোচনা সফল হবে এবং আমরা একটি সিদ্ধান্তে পৌঁছোব। তবে আমি নিশ্চিত ভাবে কিছু বলতে পারি না। কারণ, আলোচনায় আরও একটি পক্ষ রয়েছে।” তবে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত হওয়া সম্ভব বলে আশাবাদী বিদেশমন্ত্রী। সে ক্ষেত্রে আগামী কয়েক দিন পরিস্থিতি কী হয়, সে দিকে নজর রাখা প্রয়োজন বলে মনে করছেন তিনি।
সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করা হচ্ছে ওভাল অফিসে। সেটি হয়ে গেলে ট্রাম্প বা আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদল এ বিষয়ে ঘোষণা করতে পারেন। ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি বর্তমানে কী অবস্থায় রয়েছে, তা নিয়ে সোমবার ওয়াশিংটনে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিটকে। চুক্তি চূড়ান্ত হওয়ার পথে কোনও বাধা রয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, “প্রেসিডেন্ট গত সপ্তাহে যা বলেছিলেন, সেইমতোই সব চলছে। (আমেরিকার) বাণিজ্যসচিবের সঙ্গেও আমার এ বিষয়ে কথা হয়েছে। তিনি প্রেসিডেন্টের সঙ্গে ওভাল অফিসে ছিলেন। চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করছেন তাঁরা। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে আপনারা প্রেসিডেন্ট এবং তাঁর বাণিজ্য প্রতিনিধিদলের থেকে শীঘ্রই জানতে পারবেন।”
আরও পড়ুন:
বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতের একটি প্রতিনিধিদল বর্তমানে আমেরিকায় রয়েছে। সম্প্রতি সূত্র মারফত জানা যায়, বাণিজ্যের বেশ কিছু ক্ষেত্রে এখনও মতবিরোধ রয়েছে দুই দেশের। বিশেষ করে গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে দুই দেশের মধ্যেই দর কষাকষি চলছে। কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতের কৃষি এবং দুগ্ধজাত ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী আমেরিকা। কিন্তু তাতে এখনও পর্যন্ত সায় নেই নয়াদিল্লির। সোমবার প্রকাশিত ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “বড় লক্ষণরেখাগুলির মধ্যে কৃষি এবং দুগ্ধজাত ক্ষেত্র রয়েছে। এই ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা নিতেই হচ্ছে।”