‘শুল্ক মকুবের প্রস্তাব’ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিতে সায় দিলেন না বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি বিরোধিতাও করলেন না। বৃহস্পতিবার তিনি বললেন, ‘‘দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার জটিল আলোচনাপর্ব চলছে।’’ এখনও বিষয়টির নিষ্পত্তি হয়নি বলেই বিদেশমন্ত্রীর দাবি।
বুধবার কাতারের রাজধানী দোহায় ট্রাম্প দাবি করেন, আমেরিকা থেকে আমদানি করা পণ্যে সব ধরনের শুল্ক বাতিল করার বার্তা দিয়েছে ভারত! তিনি বলেন, ‘‘ভারত আমাদের এমন একটি প্রস্তাব দিয়েছে যে খানে তারা আসলে কোনও শুল্কই নিতে চায় না।’’ তারই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এই দাবি করেছেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘‘সব কিছুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুই স্থির হয় না। যে কোনও বাণিজ্যচুক্তি পারস্পরিক ভাবে লাভজনক হতে হবে। এটি উভয় দেশের জন্য ফলপ্রসূ হবে হবে। বাণিজ্য চুক্তি থেকে এটিই আমাদের প্রত্যাশা।’’ যতক্ষণ না পর্যন্ত নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্ত সম্পন্ন হয়, ততক্ষণ পর্যন্ত তা সম্পর্কে কোনও পূর্বঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
আরও পড়ুন:
প্রসঙ্গত, এপ্রিল মাসে ট্রাম্প ভারতীয় পণ্যে সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। এর পরে ট্রাম্প তা ৯০ দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেন। আগামী ৯ জুলাই ওই সময়সীমা শেষ হবে। তার আগে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে। এই আবহে বৃহস্পতিবার কাতারের ওই সভাতেই ট্রাম্প জানান তিনি অ্যাপ্ল কর্তা টিম কুককে ভারতে বিনিয়োগে নিরুৎসাহিত করেছেন। তিনি বলেন, ‘‘আমি ওঁকে (কুক) বললাম, শুনছি আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস উৎপাদন করুন।” ট্রাম্প এ-ও জানান, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে এবং ভারত বেশ ভাল ভাবেই চলছে।