মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে জোড়া খুনের মামলা শুনল না কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চও। এর আগে সিঙ্গল বেঞ্চ ওই মামলা প্রত্যাহার করেছিল। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানায়, নির্দিষ্ট বেঞ্চেই শুনানি হবে। অশান্তির সঙ্গে সম্পর্কিত বলেই ডিভিশন বেঞ্চ মামলা শুনবে, এটা হতে পারে না। এই বেঞ্চ কেবলমাত্র মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখভালের জন্য দ্রুত গঠন করা হয়েছে। এটা নিয়মিত বেঞ্চ নয়। ওই মামলাটি পুলিশের অতিসক্রিয়তা নিয়ে। বর্তমানে যে বিষয়ে শুনানি চলছে তার সঙ্গে এটি সম্পর্কিত নয়। মামলাটি আমাদের শুনানি তালিকা থেকে বাদ দেওয়া হল। মামলাটি নিয়ে উপযুক্ত পদক্ষেপের জন্য হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হল।
নির্দিষ্ট বেঞ্চে ওই সমস্ত আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, ওয়াকফ আইন ঘিরে অশান্তিপর্বে মুর্শিদাবাদের জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলা করেছিল নিহত হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাসের পরিবার। নিহতদের পরিবার আদালতের কাছে আবেদনে জানায়, জোড়া খুনের ঘটনার তদন্তে রাজ্য পুলিশের উপর কোনও আস্থা নেই।
আরও পড়ুন:
পাশাপাশি, নিহতদের পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদনও করা হয়েছিল। কিন্তু গত ৬ মে সেই আবেদন শোনেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান, মুর্শিদাবাদের অশান্তি সংক্রান্ত মামলার শুনানি ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে চলছে। তাই তিনি আর নতুন করে এই মামলা শুনবেন না। নিহতদের পরিবারের আবেদন সংক্রান্ত মামলা তিনি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছিলেন।