‘গত ২৪ জানুয়ারি পুণের হাসপাতালে মারা গিয়েছেন শরদ পওয়ার’! মঙ্গলবার সাতসকালেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ খবর। শেষমেশ এটি ভুয়ো বলে জানালেন স্বয়ং পওয়ার। এমনকী, নিজের বেঁচে থাকার প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছেন রাজ্যসভার এই প্রবীণ সাসংদ।
প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই হোয়াট্সঅ্যাপে একটি মেসেজ চালাচালি হতে থাকে। এনসিপি প্রধান পওয়ারের মৃত্যুর খবরটি তাতেই ছিল। যদিও এ নিয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি। তা সত্ত্বেও ইন্টারনেটের সৌজন্যে এই ভূয়ো খবরে ছড়াতে বেশি দেরি হয়নি। মেসেজে লেখা ছিল, ‘৮টা ৩৯ মিনিটে মারা গিয়েছেন শরদ পওয়ার। প্রজাতন্ত্র দিবসের জন্য খবরটির সত্যতা জানা যায়নি।’
গত কয়েক দিন থেকেই পুণের একটি হাসপাতালে চিকিৎসাধীন পওয়ার। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ জনিত নানা অসুখের জন্য সেখানে রয়েছেন তিনি। হাসপাতালে থেকে ছাড়া পাবেন আগামী ২৭ জানুয়ারি।
এ দিন সকাল থেকেই নিজের মৃত্যুর খবর জেনে অবশ্য এতটুকুও বিচলিত হননি পওয়ার। টুইটারে মেজেজ করে বরং সেই গুজব উড়িয়েছেন তিনি নিজেই। পওয়ারের মেসেজ, “আমি ভাল আছি, সুস্থ আছি। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ!” এতেই অবশ্য থেমে থাকেননি ৭২ বছরের প্রবীণ নেতা। হাসপাতালে বেড থেকে নিজের একটি ভিডিও ইউটিউবে আপলোড করে তিনি প্রমাণ করলেন, ‘তিনি এখনও বাঁচিয়া আছেন’!