হায়দরাবাদের সরকারি স্কুলে সপ্তম শ্রেণির পড়ুয়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দশম শ্রেণির পড়ুয়াদের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, সপ্তম শ্রেণির ওই পড়ুয়াকে মারধরের নির্দেশ দেন খোদ প্রধানশিক্ষকই। এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে হায়দরাবাদে। অভিযুক্ত পড়ুয়া এবং প্রধানশিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জোরালো হতে শুরু করেছে। ঘটনাচক্রে, অভিযুক্ত প্রধানশিক্ষক আবার মণ্ডল শিক্ষা আধিকারিকের দায়িত্বে রয়েছেন। মূলত ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা করাই তাঁর কাজ।
ঘটনার সূত্রপাত স্কুলে সাইকেলের যন্ত্রাংশ চুরিকে কেন্দ্র করে। গত সোমবার মধু নামে এক শিক্ষক সপ্তম শ্রেণির পড়ুয়া ফণীন্দ্র সূর্যকে স্কুলের সাইকেল স্ট্যান্ডে গিয়ে নজরদারি চালাতে বলেন। শিক্ষকের কথামতো ফণীন্দ্র সাইকেল স্ট্যান্ডে যায়। সেই সময় আর এক শিক্ষক সাইকেল স্ট্যান্ডের সামনে ফণীন্দ্রকে ঘুরতে দেখে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যান প্রধানশিক্ষকের ঘরে।
অভিযোগ, প্রধানশিক্ষক বিষয়টি খতিয়ে না দেখেই ফণীন্দ্রকে সাইকেলের যন্ত্রাংশ চুরির ঘটনার জন্য দায়ী করেন। তার পর তিনি দশম শ্রেণির কয়েক জন পড়ুয়াকে ফণীন্দ্রকে মারধরের নির্দেশ দেন। তার পরই ফণীন্দ্রকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে ফিরে বাবা-মাকে ঘটনাটি জানায় ফণীন্দ্র। তার পিঠে কালশিটে দাগ দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান অভিভাবকেরা। ফণীন্দ্রের বাবা প্রধানশিক্ষক এবং দশম শ্রেণির পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।