লাঠি-বাঁশ দিয়ে মারধর করার পর কৃষকের দেহের উপর চালিয়ে দেওয়া হল জিপ! মধ্যপ্রদেশের গুনা জেলার ফতেগড় থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এ ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছে এক বিজেপি নেতা এবং তাঁর দলবলের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। মৃত কৃষকের স্ত্রী এবং কন্যাকে হেনস্থা করারও অভিযোগ উঠেছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ছ’বিঘা জমির মালিকানা নিয়ে রামস্বরূপ নাগরের সঙ্গে বিবাদ ছিল বিজেপি নেতা মহেন্দ্র নাগরের। রবিবার জমিতে চাষ করার রামস্বরূপের উপর হামলা চালান বেশ কয়েক জন দুষ্কৃতী। অভিযোগ, লাঠি-রড দিয়ে মারা হয় তাঁকে। তার পর রামস্বরূপের মৃত্যু নিশ্চিত কর়তে তাঁর শরীরের উপর দিয়ে জিপ চালিয়ে দেন অভিযুক্ত বিজেপি নেতা। আরও অভিযোগ যে, রামস্বরূপকে বাঁচাতে গেলে ওই কৃষকের স্ত্রী এবং নাবালিকা কন্যাকে হেনস্থা করা হয়। তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্ত্রী, কন্যা-সহ রামস্বরূপের পরিবারের চার সদস্য অল্পবিস্তর চোটআঘাত নিয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
রামস্বরূপের পরিবারের অভিযোগ, ওই এলাকায় কম দামে জমি বিক্রি করার জন্য ছোট কৃষকদের উপর চাপ দিতেন মহেন্দ্র। কিন্তু বিজেপি নেতার চাপ সত্ত্বেও তাঁকে জমি বিক্রি করতে রাজি হননি রামস্বরূপ। সেই রাগ থেকেই ওই কৃষককে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বিবেক আস্থানা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল। তার পর ওই কৃষকের শরীরের উপর দিয়ে জিপ চালিয়ে দেওয়া হয়।” পুলিশের তরফে আরও জানানো হয়েছে, অভিযুক্ত বিজেপি নেতা আদতে রাজস্থানের বাসিন্দা। মহেন্দ্র এবং তাঁর দলবলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।