Advertisement
০৭ মে ২০২৪
Encounter

killed in the encounter: এনকাউন্টারে নিহত ছেলের দেহাবশেষ পেতে কোর্টে বাবা

২০২১ সালের নভেম্বরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ছেলের।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ০৬:১৯
Share: Save:

২০২১ সালের নভেম্বরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ছেলের। বিধি মতো শেষকৃত্য সম্পন্ন করতে কবর থেকে ছেলের দেহাবশেষ বার করে পরিবারের হাতে তুলে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বাবা। আগামী ২৭ জুন সেই মামলাটির শুনানি হবে বলে আজ জানিয়েছে আদালত।

আবেদনকারী মহম্মদ লাতিফ মাগ্রের তরফে প্রবীণ আইনজীবী আনন্দ গ্রোভার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চকে জানান, আমির মাগ্রের দেহাবশেষ পরিবারের হাতে তুলে দেওয়ায় সবুজ সঙ্কেত দিয়েছিল জম্মু-কাশ্মীর হাই কোর্ট। যদিও পরে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে। যে কারণে শীর্ষ আদালতের কাছে আসতে বাধ্য হয়েছেন আমিরের বাবা। আমিরের পাশাপাশি, আলতাফ আহমেদ ভাট এবং মুদাসির গুল নামে দুই যুবক ওই এনকাউন্টারে প্রাণ হারান। জনরোষে ওই দু’জনের দেহাবশেষ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের দাবি, নিহতেরা সকলেই জঙ্গি। নিহতদের পরিবার দাবি, সন্ত্রাসের সঙ্গে তাঁদের কোনও যোগই ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Encounter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE