Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গ্রাম, গরিব, পরিকাঠামো, কর্মসংস্থানে জোর জেটলির

লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সংসদে বাজেট পেশ করছেন অরুণ জেটলি। সৌজন্যে লোকসভা টিভি।

সংসদে বাজেট পেশ করছেন অরুণ জেটলি। সৌজন্যে লোকসভা টিভি।

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৮
Share: Save:

• প্রবীণ নাগরিকদের জন্য আসবে স্মার্ট কার্ড। ব্যবস্থাটি কার্যকর করবে জীবন বিমা নিগম।

• তফসিলি জাতির জন্য বরাদ্দ ৩৮ হাজার কোটি থেকে বেড়ে ৫৫ হাজার কোটি।

• চিকিত্সা সরঞ্জামের দাম কমাতে আসবে নতুন নীতি।

• লক্ষ্য ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করা।

• ইউজিসি সংস্কারের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

• কম দামের আবাসন নির্মাণকে পরিকাঠামো শিল্পের তকমা।

• গর্ভবতী মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা করা প্রকল্পে বরাদ্দ ৬ হাজার কোটি।

• অন্তত ৩৫০টি অনলাইন পাঠ্যক্রম চালু হবে।

• ভিনদেশে চাকরি পেতে সুবিধার জন্য বিদেশি ভাষা শিক্ষায় জোর।

• অন্তত ৩৫০টি অনলাইন পাঠ্যক্রম চালু হবে।

• ২০১৯-এর মধ্যে পাকা হবে ১ কোটি কাঁচা বাড়ি।

• ২০১৮-এর মধ্যে ১০০ শতাংশ গ্রামে বিদ্যুত্ পৌঁছনোর প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী।

• শৌচালয় তৈরি বেড়েছে চোখে পড়ার মতো। স্বচ্ছ ভারত প্রকল্পের কারণে এই সাফল্য। দাবি অরুণ জেটলির।

• প্রধানমন্ত্রী আবাস ষোজনায় বরাদ্দ ১৫ হাজার কোটি থেকে বেড়ে ২৩ হাজার কোটি।

• ১০০ দিনের কাজ প্রকল্পে বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা।

• ১০০ দিনের বহু প্রকল্পকে কাজে লাগিয়ে আরও বেশি পরিকাঠামো তৈরির উপর জোর দিলেন অর্থমন্ত্রী।

• প্রধানমন্ত্রী আবাস ষোজনায় বরাদ্দ ১৫ হাজার কোটি থেকে বেড়ে ২৩ হাজার কোটি।

• প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ষোজনায় প্রতি দিন তৈরি হচ্ছে ১৩৩ কিলোমিটার রাস্তা।

• ১০০ দিনের বহু প্রকল্পকে কাজে লাগিয়ে আরও বেশি পরিকাঠামো তৈরির উপর জোর দিলেন অর্থমন্ত্রী।

• তরুণদের জন্য কাজের বন্দোবস্ত, পরিকাঠামোর উন্নতি, ডিজিটাল ভারত, রাজকোষ ঘাটতি বাড়তে না দেওয়া বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য।

• তৈরি হবে চুক্তি চাষের নতুন আধুনিক আইন।

• ১০ লক্ষ কোটি টাকা কৃষি ঋণ দেওয়ার লক্ষ্য মাত্রা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

• কৃষকদের সুবিধার জন্য মাটি পরীক্ষা কেন্দ্র তৈরি করবে সরকার।

• “বাড়ছে ফসল বিমার পরিধি। বরাদ্দ ১৩ হাজার কোটি টাকা।”

• “আগামী পাঁচ বছরে চাষীদের রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। তার জন্য যথেষ্ট পরিমাণে ঋণের ব্যবস্থা করা হবে।”

• “কালো টাকার বিরুদ্ধে যুদ্ধে যে ভাবে মানুষ পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।”

• নোট বাতিলের ফলে অর্থনীতি ধাক্কা খেলেও তা হবে স্বল্প মেয়াদি, মন্তব্য অর্থমন্ত্রীর।

• কর ফাঁকি রুখতে বড় পদক্ষেপ নোট বাতিল, বললেন অরুণ জেটলি।

• “জিএসটির জন্য আগামী দিনে কর ব্যবস্থা স্বচ্ছ হবে, বাড়বে রাজস্ব।”

• আগামী দিনে সুদ আরও বাড়াতে পারে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ, উদ্বাগ জেটলির।

• নাম না করে ট্রাম্পের ভিসা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অরুণ জেটলি।

• বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেই বাজেট ভাষণ শুরু করলেন অরুণ জেটলি।

• অর্থমন্ত্রী অরুণ জেটলিকে বাজেট পেশ করার অনুরোধ জানালেন স্পিকার সুমিত্রা মহাজন।

• ই আহমদের মতো প্রবীণ সাংসদের প্রয়াণের কারণে আজ সভা মুলতুবি করে আগামী কাল বাজেট পেশ করার দাবি জানালেন মল্লিকার্জুন খড়্গে।

• ই আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামিকাল সভা মুলতুবি থাকবে, জানালেন স্পিকার।

• স্পিকার সুমিত্রা মহাজন বললেন, “বাজেটের তারিখ নির্ধারণ করেছেন রাষ্ট্রপতি। আজ বাজেট পেশ করা সাংবিধানিক দায়িত্ব।”

• বাজেট পেশ না করে আজ সংসদের অধিবেশন মুলতুবি করে দেওয়ার দাবি তুলল কংগ্রেস

• নীরবতা পালন শেষ হতেই বিরোধীদের হট্টগোল লোকসভায়।

• শোক প্রস্তাব পাঠের পর প্রয়াত সাংসদ তথা মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করল সাংসদ।

• লোকসভার অধিবেশন শুরু। প্রয়াত সাংসদের প্রতি শোক প্রস্তাব পেশ করছেন স্পিকার সুমিত্রা মহাজন।

• প্রয়াত সাংসদ ই আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেশ হবে বাজেট।

• বাজেটের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হল। বৈঠকে ক্যাবিনেট অনুমোদন দিল বাজেট।

• বাজেট পেশ করতে সংসদে পৌঁছলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

• প্রথম বার এক সঙ্গে পেশ হতে যাচ্ছে রেল ও সাধারণ বাজেট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Budget Budget 2017
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE