হজরতবাল দরগার একটি ফলকে জাতীয় প্রতীক বিকৃত করার অভিযোগে এফআইআর রুজু হল। অন্য দিকে, ধর্মীয় স্থানে ওই প্রতীক ব্যবহার নিয়েই প্রশ্ন তুলেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সাংবাদিক বৈঠকে আজ তিনি বলেন, এ ক্ষেত্রে গোড়াতেই ভুল হয়েছে, আর তার পরে যেটা হয়েছে, তা-ও একেবারেই উচিত হয়নি।
ওই দরগায় সম্প্রতি সংস্কারের কিছু কাজের সূচনা উপলক্ষে ফলকটি বসেছে। উপাসনাস্থলে পৌত্তলিকতা সংক্রান্ত ধর্মীয় বারণের উল্লেখ করে যা নিয়ে কিছু লোক আপত্তি তুলছিলেন। ভাঙচুরের ঘটনা জাতীয় প্রতীক ‘ধ্বংস করার’ চেষ্টা বলে মন্তব্য করেছে বিজেপি। ফলকে জম্মু কাশ্মীর ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন দরখশান অন্দ্রাবির নাম রয়েছে। জাতীয় প্রতীক বিকৃত করাকে ‘জঙ্গি হামলা’ বলে তিনি উল্লেখ করেছেন। অভিযুক্তদের পাবলিক সিকিয়োরিটি অ্যাক্টে (পিএসএ) গ্রেফতার করার দাবিও তুলেছেন।
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অবশ্য বলেন, “যারা ফলক ভাঙচুর করেছে, আবেগের বশে করেছে। জঙ্গি বলে তাদের দাগিয়ে দেওয়া বা পিএসএ-তে গ্রেফতার করাটা ঠিক নয়।” ওই ফলক যারা বসিয়েছে, বিশেষত ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও জানান তিনি। পুলিশ অভিযুক্তদের পরিচয় বা মামলার ধারার বিষয়ে কিছু বলেনি। ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী, বিহারের সাংসদ গিরিরাজ সিংহ রাহুল গান্ধীর ক্ষমাপ্রার্থনার দাবি তোলায় পিডিপি নেতা শেখ নাসিরের বক্তব্য, বিজেপি শ্রীনগরের ঘটনা বিহারের ভোটের সঙ্গে জোড়ার চেষ্টা চালাচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)