অমৃতসর-পূর্ণিয়া জনসেবা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। শুক্রবার সন্ধ্যায় সমস্তিপুর বিভাগের সোনবর্ষা কুচেহরি স্টেশনের কাছে ওই এক্সপ্রেসের সাধারণ কামরায় (জেনারেল কোচ) আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনা নজরে আসতেই কামরায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
ভারতীয় রেলের তরফে বিবৃতি দিয়ে ঘটনার সত্যতার কথা জানানো হয়েছে। ট্রেনে অগ্নিনির্বাপক ব্যবস্থার সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সমস্ত যাত্রীকে নিরাপদে অন্য কামরায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
কী ভাবে আগুন লাগল? প্রথমে ধারণা করা হয়েছিল, ওই কামরায় কোনও যাত্রী বিড়ি বা সিগারেট খাচ্ছিলেন। সেই বিড়ি বা সিগারেটের আগুনের ফুলকি থেকেই অগ্নিকাণ্ড ঘটে। যদিও পড়ে ওই কোচের রাজ কুমার নামে এক যাত্রী জানান, তাঁর মোবাইল চার্জ দেওয়া ছিল। সেটি ফেটে গিয়ে আগুন ধরে যায়।
আরও পড়ুন:
ঘটনার বেশ কিছু ভিডিয়ো ছড়িয়েছে। ওই সব ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্রেনের এক কোচ থেকে ধোঁয়া বার হচ্ছে। আর যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেছে। প্রায় সকলেই ট্রেনের কামরা খালি করে নেমে পড়ে পাশের ট্র্যাকে। যদিও এই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। তার পরে আবার ওই এক্সপ্রেস গন্তব্যের দিকে রওনা দেয়।