Advertisement
E-Paper

‘আমি মরে যাব...’! সৌদি আরবে আটকে থাকা উত্তরপ্রদেশের যুবকের আর্জিতে সাড়া ভারতীয় দূতাবাসের

ভিডিয়োয় ওই যুবক নিজেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা বলে দাবি করেছেন। তাঁর দাবি, তাঁর ইচ্ছার বিরুদ্ধে সৌদি আরবে আটকে রাখা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে পাসপোর্টও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২১:২০
UP man’s cry for help from Saudi Arabia, Indian embassy reacts

সৌদি আরবে থাকা উত্তরপ্রদেশের বাসিন্দা। ছবি: এক্স (সাবেক টুইটার)।

চারপাশে ধূ ধূ করছে মরুভূমি। তার মাঝে উটের গলায় লাগানো দড়ি ধরে হাঁটছে এক যুবক। আর ভোজপুরী ভাষায় তাঁর আবেদন, ‘‘আমি বাড়ি ফিরতে চাই। আমাকে সাহায্য করুন। না হলে আমি মরে যাব!’’ ভাইরাল এই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) নজরে আসতেই ন়ড়েচড়ে বসেছে সৌদি আরবে থাকা ভারতীয় দূতাবাস। ভিডিয়োয় থাকা ওই যুবকের খোঁজ শুরু করেছে তারা।

ভিডিয়োয় ওই যুবক নিজেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা বলে দাবি করেছেন। তাঁর দাবি, তাঁর ইচ্ছার বিরুদ্ধে সৌদি আরবে আটকে রাখা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে পাসপোর্ট। তিনি এখন বাড়ি ফিরতে চান। কিন্তু পারছেন না। তাঁর কথায়, ‘‘আমার গ্রাম এলাহাবাদে। আমি সৌদি আরবে এসেছিলাম। আমার পাসপোর্ট রয়েছে কপিলের কাছে। আমি তাঁকে বলেছিলাম, আমি বাড়ি ফিরতে চাই, আমার পাসপোর্ট ফিরিয়ে দিতে। কিন্তু তিনি তা করেননি। উল্টে আমাকে খুনের হুমকি দিয়েছেন।’’ তবে কে এই কপিল, তা ভিডিয়োয় স্পষ্ট করেননি ওই যুবক। এমনকি নিজের নাম-পরিচয়ও প্রকাশ করেননি।

ওই যুবকের অনুরোধ, তাঁর ভিডিয়ো যত সম্ভব শেয়ার করা হোক। তাঁর কথায়, ‘‘আপনারা আমাকে সাহায্য করুন। দয়া করে সাহায্য করুন। মরে যাব আমি। আমাকে আমার মায়ের কাছ যেতে হবে। এখানে আমার কেউ নেই। আপনার ভিডিয়ো প্রচুর শেয়ার করুন, যাতে তা প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদী) কাছে পৌঁছোয়।’’

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ‘ট্যাগ’ করে ওই যুবকের বার্তাটি শেয়ার করেন দিল্লির এক আইনজীবী কল্পনা শ্রীবাস্তব। বিদেশমন্ত্রীকে অবিলম্বে বিষয়টি বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি। সেই ভিডিয়ো নজরে আসতেই প্রতিক্রিয়া দিয়েছে সৌদি আরবে থাকা ভারতীয় দূতাবাস। তাদের বক্তব্য, তারা ওই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা করছে। সৌদি আরবের কোথায় তিনি রয়েছেন, ভিডিয়োয় সেই সম্পর্কিত কোনও তথ্য নেই। সেই কারণে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হচ্ছে না। আইনজীবী কল্পনার কাছে যদি ওই যুবকের সম্পর্কে কোনও তথ্য থাকে, তা প্রদান করার অনুরোধও করা হয়েছে। একই সঙ্গে প্রয়াগরাজের প্রশাসনকে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা বলেছে সৌদি আরবের ভারতীয় দূতাবাস।

Viral Video Saudi Arab Indian Embassy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy