Advertisement
E-Paper

পাকিস্তান থেকে বেআইনি অস্ত্র আসত ড্রোনে! রাঁচীতে গ্রেফতার ৫ গ্যাংস্টার, যোগ আরব আমিরশাহির গ্যাংয়েরও

পুলিশ সুপার জানিয়েছেন, পাকিস্তান থেকে ড্রোনে করে পঞ্জাবে অস্ত্র আনতেন সুজিত এবং প্রিন্স। সেই অস্ত্র দিয়ে রাঁচী-সহ দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন সুজিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৯:৫৬
Five gangsters including a woman arrested in Ranchi

—প্রতীকী চিত্র।

রাঁচী থেকে গ্রেফতার পাঁচ গ্যাংস্টার। তাঁদের মধ্যে এক জন মহিলা। তাঁদের থেকে পাকিস্তানে তৈরি তিনটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা কয়লাঞ্চল শান্তি সেনা (কেএসএস)-এর সদস্য। আরব আমিরশাহির প্রিন্স খান গোষ্ঠীর সঙ্গেও যোগ রয়েছে তাঁদের। পাকিস্তান থেকে বেআইনি অস্ত্র চোরাচালানের অভিযোগ রয়েছে ওই গোষ্ঠীর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুটুসেতুর নীচে চার পুরুষ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নাম ইনামুল হক, তাঁর দেহরক্ষী আনন্দ ওরফে সিংহা, মহম্মদ শহিদ, মহম্মদ সিরাজ। মহিলাকে গ্রেফতার করা হয়েছে আগোরা থানা এলাকায়। তাঁর নাম রিয়া সিংহ। তিনি কেএসএস নেতা সুজিত সিংহের স্ত্রী।

রাঁচীর পুলিশ সুপার পরশ রানা জানান, গত মাসে টুপুডানা থানা এলাকায় গুলি চলে। তখন পাল্টা গুলি চালায় পুলিশও। দুই পক্ষের সংঘর্ষের মাঝেই কেএসএস গোষ্ঠীর কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জেরা করেই পুলিশ জানতে পেরেছে, কেএসএস নেতা সুজিতের সঙ্গে সরাসরি যোগ রয়েছে আরব আমিরশাহির গ্যাংস্টার প্রিন্স খানের সঙ্গে। পুলিশ সুপার জানিয়েছেন, পাকিস্তান থেকে ড্রোনে করে পঞ্জাবে অস্ত্র আনতেন সুজিত এবং প্রিন্স। সেই অস্ত্র দিয়ে রাঁচী-সহ দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন সুজিত। অভিযোগ, সেই টাকা তুলতেন ধৃত ইনামুল। তার পরে সেই টাকা সুজিতের কাছে থেকে আরব আমিরশাহিতে প্রিন্সের কাছে পৌঁছোতো। তিনি সেই টাকা পাকিস্তানে পাঠিয়ে দিতেন। সেই টাকাতেই পাকিস্তানে বেআইনি অস্ত্র নির্মাণ এবং লেনদেন চলত বলে অভিযোগ। পঞ্জাব থেকে রাঁচীতে অস্ত্র নিয়ে আসতেন কয়েক জন মহিলা।

Gangster ranchi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy