হাইওয়ে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন বাইকচালকেরা। সেই ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল দ্রুতগতির ট্রাক। আটটি বাইককে পিষে দেয় ট্রাকটি। পাঁচ বাইকচালক এবং আরোহীর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত আরও অনেকে। এই দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে বিহারের মোতিহারিতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, ওই জায়গাটি অত্যন্ত ব্যস্ত থাকে। স্থানীয়েরা হাইওয়ে পারাপার করেন। স্থানীয়দের অভিযোগ, কখনও ট্র্যাফিক পুলিশ থাকে, কখনও আবার থাকে না। হাইওয়ের কারণে গাড়িগুলি দ্রুতগতিতে যায়। ফলে রাস্তা পারাপারেও অনেক সময় সমস্যা হয় বিশেষ করে বয়স্ক এবং মহিলাদের। রবিবার রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন অনেকেই। আচমকাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ট্রাকের নীচে চাপা পড়ে যায় আটটি বাইক এবং তার সওয়ারিরা।
পুলিশ জানিয়েছে, স্থানীয়েরাই প্রথমে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বাকিদেরও উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পাঁচ জনের মৃত্যু হয়। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।