Advertisement
E-Paper

কুয়েত থেকে হায়দরাবাদমুখী বিমানে বোমাতঙ্ক! যাত্রাপথ বদলে জরুরি অবতরণ করানো হল মুম্বইয়ে

কুয়েত থেকে হায়দরাবাদ আসার সময়ে বোমাতঙ্ক ছড়ায় একটি বিমানে। হায়দরাবাদ বিমানবন্দরে ওই খবর পৌঁছোনোর পরই বিমানটিকে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৯:২৫
ইন্ডিগো উড়ান সংস্থার বিমান।

ইন্ডিগো উড়ান সংস্থার বিমান। — ফাইল চিত্র।

বোমাতঙ্ক ছড়াল কুয়েত থেকে হায়দরাবাদমুখী একটি বিমানে। উড়ান সংস্থা ইন্ডিগোর ওই বিমানটি জরুরি অবতরণ করানো হয়েছে মুম্বইয়ে। দাবি করা হচ্ছে, হায়দরাবাদ বিমানবন্দরে ইমেলে একটি হুমকি বার্তা আসে। সেই ইমেলেই বোমার কথা বলা হয়। যদিও মঙ্গলবার সকালের ওই ঘটনার পরে বিকেল পর্যন্তও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর।

বোমার বিষয়ে ওই তথ্য পাওয়ার পরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে দ্রুত সেটিকে মুম্বই বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি। যাত্রীরাও সকলে নিরাপদেই রয়েছেন বলে খবর। মুম্বইয়ে অবতরণের পরে বিমানটিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখা হয়। বিমানের কোথাও সন্দেহজনক কিছু রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হয়। তবে দীর্ঘক্ষণ খতিয়ে দেখার পরেও সন্দেহজনক কিছু পাওয়ার তথ্য মেলেনি।

পরে উড়ান সংস্থার তরফে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, কুয়েত থেকে হায়দরাবাদমুখী ইন্ডিগোর ৬ই১২৩৪ বিমানটিতে মঙ্গলবার নিরাপত্তা সংক্রান্ত কিছু হুমকি আসে। সেই কারণে বিমানটি মুম্বইয়ে অবতরণ করানো হয়। এর বেশি এ বিষয়ে কোনও মন্তব্য করেনি উড়ান সংস্থা।

বস্তুত, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন বিমানবন্দরে এবং বিমানে বোমা থাকার ভুয়ো তথ্য ছড়িয়েছে। তার জেরে পরিষেবাও সাময়িক ভাবে বিঘ্নিত হয়েছে।

গত মাসেও হায়দরাবাদ বিমানবন্দরে ইমেল করে বোমার বিষয়ে ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। ওই সময়েও একই রকম ভাবে হুমকি বার্তা এসেছিল। মেলে দুই জঙ্গি সংগঠন এলটিটিই এবং আইএস-এর নাম উল্লেখ করা ছিল। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল, কিছু ক্ষণেই অবতরণ করতে চলা ইন্ডিগোর বিমানে এই দুই জঙ্গিগোষ্ঠীর সদস্যেরা রয়েছেন। বিমান অবতরণ করামাত্র বিস্ফোরণে উড়ে যেতে পারে গোটা বিমানবন্দর। এই বার্তা পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ইন্ডিগোর ওই বিমানটির ক্ষেত্রেও যাত্রাপথ ঘুরিয়ে মুম্বইয়ে নিরাপদে অবতরণ করানো হয়। কিন্তু পরে সন্দেহজন কিছুই মেলেনি তা থেকে।

Indigo Flight Bomb Scare hyderabad Mumbai Kuwait
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy