Advertisement
E-Paper

২ লক্ষেরও বেশি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে পাঁচ বছরে! কেন্দ্রের দাবি: চাকরিহারাদের পুনর্বাসনের প্রস্তাবও আসেনি

গত পাঁচ বছরে কতগুলি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে, তা জানতে চাওয়া হয় কেন্দ্রের কাছে। ওই সংস্থাগুলি বন্ধ হওয়ার ফলে চাকরিহারাদের পুনর্বাসনের জন্য কেন্দ্র কোনও পদক্ষেপ করেছে কি না, তা-ও জানতে চাওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৪
গত পাঁচ বছরে দেশে ২ লক্ষেরও বেশি বেসরকারি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে।

গত পাঁচ বছরে দেশে ২ লক্ষেরও বেশি বেসরকারি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। —প্রতীকী চিত্র।

গত পাঁচ বছরে দেশে তালা ঝুলেছে দু’লক্ষেরও বেশি বেসরকারি সংস্থায়। সোমবার সংসদে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। কোন বছরে কতগুলি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে, সেই পরিসংখ্যানও তুলে ধরা হয় সংসদে।

সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। সেখানে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত পাঁচ বছরে কতগুলি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে। ওই সংস্থাগুলি বন্ধ হওয়ার ফলে চাকরিহারাদের পুনর্বাসনের জন্য কেন্দ্র কোনও পদক্ষেপ করেছে কি না, তা-ও জানতে চাওয়া হয়। সোমবার লোকসভায় ওই প্রশ্নের লিখিত জবাব দেন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্র। তিনি জানান, গত পাঁচ বছরে দেশে ২,০৪,২৬৮টি বেসরকারি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। তবে চাকরিহারাদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে কোনও প্রস্তাব আসেনি।

গত পাঁচ বছরের মধ্যে কোন অর্থবর্ষে কতগুলি সংস্থা বন্ধ হয়েছে, সেই হিসাবও সংসদে তুলে ধরে কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে, গত অর্থবর্ষে (২০২৪-২৫ সালে) বন্ধ হয়েছে ২০,৩৬৫টি সংস্থা। সবচেয়ে বেশি বন্ধ হয়েছে কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে। ২০২১-২২ অর্থবর্ষে দেশে বন্ধ হয়ে গিয়েছে ৬৪,০৫৪টি সংস্থা। তার পরের অর্থবর্ষে বন্ধ হয়েছে ৮৩,৪৫২টি সংস্থা। গত পাঁচ বছরের হিসাবে, এই সময়কালেই তুলনামূলক ভাবে অনেক বেশি সংস্থা বন্ধ হয়েছে। যদিও কী কারণে এই সময়ে এত বেশি সংখ্যায় বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে, তার ব্যাখ্যা নেই কেন্দ্রের জবাবে।

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, ২০২০-২১ সালে ১৫,২১৬টি এবং ২০২৩-২৪ সালে ২১,১৮১টি সংস্থা বন্ধ হয়েছে। অর্থাৎ, পাঁচ বছরের মধ্যে নির্দিষ্ট ভাবে কোভিড এবং কোভিড পরবর্তী সময়েই যে অনেক বেশি সংস্থায় তালা ঝুলেছে, তা সরকারি হিসাবেই স্পষ্ট। মন্ত্রী জানান, এই দু’লক্ষেরও বেশি সংস্থার মধ্যে কোনও ক্ষেত্রে সংস্থাটি অন্য সংস্থার সঙ্গে মিশে গিয়েছে, কোনও সংস্থা অন্য নামে রূপান্তরিত হয়েছে আবা কোনওটি পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে। সেগুলিকে ২০১৩ সালের কোম্পানি আইনের আওতায় তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

সাধারণত, কোনও সংস্থায় দীর্ঘদিন ধরে কোনও ব্যবসায়িক কাজকর্ম না চললে কোম্পানি আইন অনুসারে সেগুলিকে রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি কোনও সংস্থা প্রয়োজনীয় শর্ত পূরণের পরে নিজে থেকেও এই নাম সরানোর আবেদন জানাতে পারে। অন্য একটি লিখিত জবাবে মন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবর্ষ থেকে চলতি অর্থবর্ষের ১৬ জুলাই পর্যন্ত মোট ১,৮৫,৩৫০টি সংস্থা বন্ধ হয়েছে।

Parliament Winter Session Lok Sabha Private Companies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy