—প্রতিনিধিত্বমূলক চিত্র।
পাচারের জন্য কোকেন ক্যাপসুল গিলে ফেলেছিলেন মহিলা। তাতেও নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কোকেন পাচার করতে পারলেন না তিনি। কোকেন পাচারের পথে দিল্লি বিমানবন্দরে ধরা পড়লেন এক বিদেশি যাত্রী। উদ্ধার করা কোকেনের বাজারমূল্য ১১ কোটি টাকা। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত ১৮ জুন ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে দিল্লি ফিরছিলেন গিনি বিসাউয়ের এক নাগরিক। দিল্লি বিমানবন্দরে তল্লাশির সময় ধরা পড়েন ওই মহিলা। তল্লাশির সময় নিরাপত্তারক্ষীরা দেখেন যে, ওই মহিলা ৫৯টি কোকেন ক্যাপসুল গিলে ফেলেছেন।
এর পরেই ওই মহিলা যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর পেট থেকে এই কোকেনগুলি বার করা হয়। ৭২৪ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। পরে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
বিমানবন্দরে মাদক উদ্ধারের এমন ঘটনা একাধিক বার প্রকাশ্যে এসেছে। ক’দিন আগে ২৮ কোটি টাকার কোকেন-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল মুম্বই বিমানবন্দরে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছিল, একটি ব্যাগের নীচে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ওই মাদক। যাত্রীর কাছ থেকে প্রায় তিন কেজি মাদক উদ্ধার করা হয়েছিল সে বার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy