প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি, জেডিএস-এর প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে আজ ধর্ষণে দোষী সাব্যস্ত করল কর্নাটকের বিশেষ আদালত। সাজা ঘোষণা হবে শনিবার। আজ দোষী সাব্যস্ত হওয়ার পরে এজলাসেই ভেঙে পড়ে প্রজ্জ্বল। কোর্ট থেকে বার করে নিয়ে যাওয়ার সময় কাঁদতে দেখা যায় তাকে।
এক গৃহসহায়িকাকে ধর্ষণ এবং সেই নির্যাতনের ভিডিয়ো তুলে রাখার অভিযোগ ছিল প্রজ্জ্বলের বিরুদ্ধে। সিআইডির সাইবার অপরাধ থানায় এফআইআর হওয়ার ১৪ মাস পরে বিশেষ জনপ্রতিনিধি আদালত তাকে দোষী সাব্যস্ত করল। অভিযোগকারিণী দাবি করেছিলেন, প্রজ্জ্বল দু’বার তাঁকে ধর্ষণ করে এবং নির্যাতনের ভিডিয়ো তুলে রেখেছিল। নির্যাতনের সময়ে পরে থাকা একটি শাড়ি সংরক্ষণ করে রেখেছিলেন মাইসুরুর ওই মহিলা। তা তদন্তকারীদের দিয়েছিলেন। ফরেন্সিক পরীক্ষায় নির্যাতন ও প্রজ্জ্বলের তাতে জড়িত থাকার প্রমাণ মেলে। ওই শাড়ি অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ বলে কোর্টে বিবেচিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর মামলাটির শুনানি শুরু হয়েছিল। তার পরের সাত মাসে প্রজ্জ্বলের বিরুদ্ধে ১২৩টি প্রমাণ আদালতে পেশ করে সিআইডি। সাক্ষ্য দিয়েছেন ২৩ জন।
প্রজ্জ্বল যে সব ধারায় দোষী সাব্যস্ত হয়েছে, তার মধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(এ), ৩৫৪(বি) এবং ৩৫৪(সি) ধারায় সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে। ৫০৬ নম্বর ধারায় হতে পারে ছ’মাস পর্যন্ত কারাদণ্ড। তা ছাড়া ২০১ নম্বর ধারায় তাকে ন্যূনতম এক বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড দিতে পারে কোর্ট। তথ্যপ্রযুক্তি আইন ২০০৮-এর ৬৬(ই) ধারায় হতে পারে তিন বছর পর্যন্ত কারাদণ্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)