মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তানাজি সাওয়ন্তের পুত্র ঋষিরাজ সোমবার বিকেলে হঠাৎ পুণে বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন। শিন্ডেসেনার প্রথম সারির নেতা তানাজির অভিযোগ, তাঁর পুত্রকে অপহরণ করা হয়েছে।
যদিও রাত পর্যন্ত অপহরণের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। পুণের পুলিশ যুগ্ম কমিশনার রঞ্জনকুমার শর্মা বলেন, ‘‘অপহরণের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’’ অন্য দিকে, পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, ‘‘আমাদের কাছে খবর এসেছে, দু’জন ব্যক্তি জোর করে মন্ত্রীর পুত্রকে তুলে তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককগামী উড়ানে তুলেছে।’’
আরও পড়ুন:
পুণের পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনার তদন্তে তাঁরা বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ এবং ব্যাঙ্কক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। একনাথ শিন্ডের ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী তানাজির আশঙ্কা, তাঁর পুত্রের অপহণের নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। ঘটনাচক্রে, সোমবার বিকেলে পুণে পুলিশ কন্ট্রোল রুম একটি উড়ো টেলিফোন কল পেয়েছিল, যাতে দাবি করা হয় যে শিবসেনার রাজনীতিবিদ ঋষিরাজ সাওয়ন্তের ৩২ বছর বয়সি ছেলেকে দু’জন ব্যক্তি অপহরণ করেছেন।