Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Yashwant Sinha

মমতার পাশে যশবন্ত

একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে শুরু করলেন বিজেপি বিরোধী নেতারা।

শত্রুঘ্ন সিন্‌হা এব‌ং যশবন্ত সিন্‌হার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

শত্রুঘ্ন সিন্‌হা এব‌ং যশবন্ত সিন্‌হার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৪:২২
Share: Save:

তৃণমূল ভাঙানো থেকে আইপিএস প্রশ্নে পশ্চিমবঙ্গ সরকারকে ক্রমাগত বিব্রত করা নিয়ে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে শুরু করলেন বিজেপি বিরোধী নেতারা।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের পরে আজ রাতে মমতার সমর্থনে সরব হন বাজপেয়ী সরকারের আমলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্‌হা। শুভেন্দু অধিকারী-সহ তৃণমূলের নেতাদের বিজেপি যে ভাবে ভাঙিয়ে আনছে তা নিয়ে তিনি টুইট করে বলেন, ‘‘নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকে নেমেছে বিজেপি। নির্বাচনের পরেও এক দফার জন্য প্রস্তুত থাকুন। সে কারণে অন্য কিছু নয়, তৃণমূলের বিপুল ভোটে জিতে আসাই এখন সময়ের দাবি।

এ দিন সকালে আইপিএস কাণ্ডে নরেন্দ্র মোদী সরকারের ভূমিকার সমালোচনা করেন অরবিন্দ কেজরীবাল। ভোটের আগে কেন্দ্র আইপিএস অফিসারদের ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তার নিন্দা করে কেজরীবাল বলেন, ‘‘ভোটের আগে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে পুলিশ অফিসারদের বদলির নির্দেশ দেওয়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আঘাত। রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা। পশ্চিমবঙ্গ প্রশাসনের উপরে এই নির্লজ্জ হস্তক্ষেপ নিন্দনীয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yashwant Sinha Mamata Banerjee BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE